ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

নাটোরে চুরির ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ গ্রেফতার ৪

নাটোরে চুরির ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ গ্রেফতার ৪, ছবি: দৈনিক করতোয়া ।

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলায় একটি কাঠের কারখানায় চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেড় লাখ টাকার বেশি মূল্যের চুরি হওয়া মালামাল। এ ঘটনায় মালঞ্চি বাজারের সেইফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের মালিক ওমর ফারুককে মূলহোতা হিসেবে সন্দেহ করছে স্থানীয়রা। 

এজাহার সূত্রে জানা যায়, বাগাতিপাড়া পৌরসভার উপজেলা চত্বরে অবস্থিত ‘নীলা ডোর’ নামের কাঠের কারখানায় গত ১ সেপ্টেম্বর রাতে চুরি হয়। চোরেরা কারখানার দরজা-জানালা তৈরির কাজে ব্যবহৃত নানা ধরনের মেশিনসহ বেশকিছু যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ৩ সেপ্টেম্বর রাতে মালঞ্চি বাজারে সেইফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষে চুরি হওয়া মালামালের অংশ পাওয়া যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করে এবং চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-সেইফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের মালিক ওমর ফারুক (৪০), কারখানার কর্মচারী উজ্জ¦ল মিয়া (২৬), চন্দন শর্মা আকাশ (১৯) ও গাড়িচালক ইয়াকুব আলী (২৮)। 

স্থানীয় বাসিন্দা মমতাজ আলীসহ অনেকে অভিযোগ করে বলেন, ওমর ফারুক দীর্ঘদিন ধরে ডায়াগনস্টিক সেন্টারের আড়ালে নানা অপকর্ম করে আসছেন। চুরি, সুদের ব্যবসাসহ একাধিক অনিয়মের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে তাদের দাবি। বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শবনম ফারিয়ার পোস্ট, কমেন্টে যা বললেন সারজিস আলম

বিমানবন্দরে আটকে দেওয়া হলো কাদের ও লতিফ সিদ্দিকীর ভাইকে

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি

নারী ক্রিকেটে কাউন্সিলরশিপ দাবি

শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনায় নিহত ১৫

ইউরোপকে অবশ্যই রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে: ট্রাম্প