নওগাঁর রাণীনগরে সাংবাদিক বাবলু কর্মকারের পরলোকগমন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার শ্রীদাম কর্মকার বাবলু (৬৫) পরলোকগমন করেছেন। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। ২০০৪ সাল থেকে তিনি বিভিন্ন পত্রিকায় রাণীনগর উপজেলা প্রতিনিধি হিসেকে কর্মরত ছিলেন। ২০১৮ সাল থেকে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক চাঁদনী বাজার পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
বাবলু কর্মকার উপজেলার একডালা ইউনিয়নের স্থল গ্রামের মৃত শ্রীমন্ত কর্মকারের ছেলে। তিনি বেশকিছু দিন ধরে শারীরিক নানা রোগে ভুগছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি হারুনূর রশিদ, সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম, ওহেদুল ইসলাম মিলন, সাবেক সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদসহ প্রেস ক্লাবের সকল সদস্য তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় শ্মশানে তার দাহ সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আরও পড়ুন
মন্তব্য করুন