বগুড়ায় রোগীদের খোঁজ নিতে হাসপাতালে সাবেক এমপি লালু

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু। আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পিএ মোজাফফর হোসেনের ফুফু বগুড়ার আদমদীঘি উপজেলার লক্ষীপুর গ্রামের মোছা. রাহেলা বেগম, গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের দোড়ীপাড়া গ্রামের কাজল ইসলাম, জেলা যুবদলের প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল এর প্রতিনিধি রাশেদুল ইসলামের মাতা রেহেনা বেগম, মহিষাবান ইউনিয়নের দড়ি-সোনাকানিয়া গ্রামের তাহেরা বেগম, বগুড়া সদর উপজেলা মোছা. রওশনারা বেগম, গাবতলী পৌর বিএনপির সহ-সভাপতি ডা. জাহাঙ্গীর আলম, নন্দীগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহম্মেদ, নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মিথিলা আক্তার, দক্ষিণপাড়া ইউনিয়ন বিএনপির নেতা শফিকুল ইসলাম শফিক মেয়ে সাবিনা আক্তার, সিরাজগঞ্জ জেলার কাজিপুর গ্রামের নুরজাহান বেগম, শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার সাখাওয়াত হোসেন, শাহজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের শামসুল হক, বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা গ্রামের লুৎফর রহমান, গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের জিল্লুর রহমান, শাজাহানপুর উপজেলার মোছাঃ রাহিনা আক্তার প্রমুখ।
আরও পড়ুনএসময় সাবেক এমপি লালুর সাথে ছিলেন, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা যুবদলের সদস্য আব্দুল মতিন, শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম সবুজ, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, যুবদল নেতা হোসেন আলী, আল আমিন খোকন, সুমন ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন