ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

বগুড়ার সোনাতলায় পলি নেট পদ্ধতিতে আগাম মরিচের চারা তৈরিতে ব্যস্ত কৃষক

বগুড়ার সোনাতলায় পলি নেট পদ্ধতিতে আগাম মরিচের চারা তৈরিতে ব্যস্ত কৃষক। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় পলি নেট পদ্ধতিতে আগাম মরিচের চারা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। অর্থকরী ফসল মরিচ বপণে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছেন এই উপজেলার কৃষক।  কৃষকেরা বাড়ির উঠানে, উঁচু জায়গায়, বাড়ির ছাদে, ভিটে-বাগানে পলি নেট পদ্ধতিতে চারা উৎপাদন করছেন। বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসংলগ্ন পাকুল্লা ও তেকানীচুকাইনগর এলাকায় বাড়ি বাড়ি এই পদ্ধতিতে মরিচের চারা উৎপাদন হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর সোনাতলায় ১১ হাজার ৭৬০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছর ছিল ৯ হাজার ২০ হেক্টর। গত বছরের তুলনায় চলতি বছর ২ হাজার ৭৪০ হেক্টর বেশি।

আজ শনিবার (৩০ আগস্ট) সরেজমিনে ওই উপজেলার পূর্ব তেকানী, মহেশপাড়া, খাবুলিয়া, জন্তিয়ার পাড়া, মহব্বতের পাড়া, খাটিয়ামারী, মির্জাপুর, সরোলিয়া, আমতলী এলাকায় গিয়ে দেখা গেছে তিন শতাধিক কৃষক উঁচু জমিতে আগাম মরিচের পলি নেট পদ্ধতিতে বীজ বপণ করে চারা উৎপাদন করছেন। চরাঞ্চলের কৃষকেরা জানিয়েছেন, প্রতিবছর বন্যার ধকল কাটাতে বিশেষ করে চরাঞ্চলের কৃষকেরা আগেভাগেই মরিচ বপণের প্রস্তুতি শুরু করেন।

এটি একটি অর্থকরী ফসল। তাই এই ফসল উৎপাদনে প্রতি কৃষকের দৃষ্টি বেশি থাকে। খাটিয়ামারী চরের বাসিন্দা দুদু মিয়া বলেন, গত বছর তিনি ৬ বিঘা জমিতে মরিচের আগাম চারা উৎপাদন করে করে তিন লক্ষাধিক টাকা আয় করেছেন। এবারও তিনি একই পরিমাণ জমিতে মরিচ চাষ করবেন। জন্তিয়ার পাড়া এলাকার সাইদুর রহমান প্রামানিক বলেন, এবার তিনি ১১ বিঘা জমিতে মরিচ চাষের জন্য চারা তৈরির প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, এ উপজেলার কৃষকেরা ছনিক, বিজলী, কারেন্ট, হাইব্রিডসহ স্থানীয় বিভিন্ন জাতের মরিচ চাষের জন্য ইতিমধ্যেই চারা তৈরির কাজ শুরু করেছেন। সাধারণত বন্যার পরপরই নদীকূলীয় এলাকার কৃষকেরা চারা উৎপাদনে কাজ শুরু করে দেন। বীজ বপণের ২৫-৩৫ দিনের মধ্যে চারা লাগানোর উপযোগী হয়।

উপজেলার তিন শতাধিক স্থানে পলি নেট পদ্ধতির মাধ্যমে আগাম চারা উৎপাদন করা হচ্ছে। তিনি আরও বলেন, এই পদ্ধতিতে উৎপাদিত চারা ১৫শ’ থেকে ২৫শ’ হেক্টর জমিতে চারা লাগানো সম্ভব হবে। আগাম চারা উৎপাদনের ফলে ফসলও খুব দ্রুত সময়ের মধ্যে তোলা সম্ভব। তাই কৃষক এই পদ্ধতির প্রতি আকৃষ্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে এক ঘন্টার বৃষ্টিতে নগরীর অলিগলির সড়কে জলাবদ্ধতা 

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

বগুড়ার ধুনট পৌর নির্বাহী কর্মকর্তার জমির ধান গাছ কেটে জমি দখলের চেষ্টা

লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা

পাবনার সুজানগরের পদ্মা নদীতে বিষ দিয়ে মাছ শিকার

রংপুরে হামলার আশঙ্কায় জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান