নওগাঁর রাণীনগরে সুতি ও কারেন্টজাল জব্দ করে ভস্মীভূত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে প্রায় পোনে এক লাখ টাকার নিষিদ্ধ সুতি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে ভস্মীভূত করা হয়েছে। এছাড়া এক ব্যবসায়ী আকরাম হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে পৃথক স্থানে অভিযান পরিচালনা করেন আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান। আকরাম হোসেন আত্রাই উপজেলার নবাবের তাম্বু গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
আরও পড়ুনউপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান, উপজেলার মিরাট এলাকার মিরাট স্লুøইস গেটে নিষিদ্ধ সুতি জাল দিয়ে মাছ নিধন করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এবং মৎস্য অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান এবং থানা পুলিশসহ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
মন্তব্য করুন