ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি

পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবারও পাওয়া গেল ৩২ বস্তা টাকা। তবে টাকার পাশাপাশি একটি চিঠি সবার দৃষ্টি কাড়ে, যেখানে লেখা রয়েছে- ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’

আজ শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় পাগলা মসজিদের মোট ১৪টি দানবাক্স খোলা হয়। এতে মিলে ৩২ বস্তা ভক্ত-আসকাদের দান, যা গণনার জন্য মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আনা হয়। এ সময় চিঠিটি পাওয়া যায়।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মাদরাসা-এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় চার শতাধিক মানুষ দানবাক্সের টাকা গণনার কাজে অংশ নেন।

প্রতি তিন মাস অন্তর দানবাক্স খোলা হলেও এবার ৪ মাস ১৮ দিন পর দানবাক্সগুলো খোলা হয়। ক্রমবর্ধমান দানের কারণে নতুন করে আরও দুটি দানবাক্স সংযোজন করা হয়েছে।

আরও পড়ুন

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল, ৪ মাস ১২ দিন পর দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী।

এছাড়া বিপুলসংখ্যক সেনা সদস্য, পুলিশ ও আনসার সদস্য মসজিদ প্রাঙ্গণে নিরাপত্তা দায়িত্বে ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে এক ঘন্টার বৃষ্টিতে নগরীর অলিগলির সড়কে জলাবদ্ধতা 

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

বগুড়ার ধুনট পৌর নির্বাহী কর্মকর্তার জমির ধান গাছ কেটে জমি দখলের চেষ্টা

লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা

পাবনার সুজানগরের পদ্মা নদীতে বিষ দিয়ে মাছ শিকার

রংপুরে হামলার আশঙ্কায় জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান