ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে যা বললেন চঞ্চল চৌধুরী

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে যা বললেন চঞ্চল চৌধুরী, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও শান্তা দম্পতির বিবাহবার্ষিকী ছিল ২৭ আগস্ট। এ উপলক্ষ্যে বুধবার দিবাগত রাতে ফেসবুকে পরিবারের একটি পুরোনো ছবি শেয়ার করে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন চঞ্চল। নস্টলজিক সেই পোস্টে উঠে এসেছে তার ভুলে যাওয়ার অভ্যাসের কথাও।

চঞ্চল লিখেছেন, ‘এই ছবিটা অনেক বছর আগের! প্রায় ১৫ বছর আগের কোনো এক সময় পত্রিকার একজন ফটোসাংবাদিক বাসায় এসে তুলেছিলেন। ছবিতে আমি, আমার স্ত্রী শান্তা আর আমাদের ছেলে শুদ্ধ। শুদ্ধ তখন অনেক ছোট।’ তবে বিবাহবার্ষিকীর মূল প্রসঙ্গ আসতেই তিনি জানান, ‘আসল কথাই বলতে ভুলে গেছি। আজ আমাদের বিয়ের দিন। সেটাও যেমন ভুলে গিয়েছিলাম, কত তম সেটাও মনে করতে পারছি না! কিছুক্ষণ আগে শান্তা কিছু লিখে মনে করিয়ে দিল। তখন ভেতরে একটু লজ্জা আর অপরাধবোধ কাজ করছিল। সত্যিই আমার মনে ছিল না।’

অভিনেতার অকপট স্বীকারোক্তি-প্রায় প্রতি বছরই এ রকম হয়। অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও সংসার জীবনে আমার ব্যর্থতার শেষ নেই। ভুলে যাওয়াটা আমার এক ধরনের অসুখের মতো। তারপরও শান্তা কখনও বড় কোনো অভিযোগ তোলেনি বলেই আমরা এখনো একসঙ্গে টিকে আছি। সবশেষে স্ত্রীকে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান তিনি।

আরও পড়ুন

প্রসঙ্গত, চঞ্চল চৌধুরীকে সর্বশেষ দেখা গেছে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ ও ‘ইনসাফ’ সিনেমায়, যেখানে তার অভিনয় দর্শক-সমালোচক সবার প্রশংসা কুড়িয়েছে। সামনে অক্টোবর থেকে তিনি যোগ দেবেন রেদওয়ান রনির পরিচালনায় নতুন সিনেমা ‘দম’-এর শুটিংয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচ্ছেদের পর নিজেকে সামলাবেন যেভাবে

গাজীপুরে হ্যান্ডকাফ খুলে আদালতের আঙিনা থেকে আসামি পালানোর চেষ্টা

জুলাইয়ে ছড়ানো ভুয়া তথ্যের ৭৪ শতাংশই রাজনৈতিক

সিলেটে পরিত্যক্ত ৫ ডোবায় মিললো দেড় লাখ ঘনফুট পাথর

নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছি: র‌্যাবের ডিজি

নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি