ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

পাকাচুল তুললে কি আসলেই আরও বেশি পাকে?

পাকাচুল তুললে কি আসলেই আরও বেশি পাকে?

লাইফস্টাইল ডেস্ক : আমাদের শরীরের বিভিন্ন অংশের মধ্যে অনেকের কাছেই চুল ভীষণ প্রিয় একটি জিনিস। চুল সুন্দর রাখতে আমাদের যত্নেরও কমতি থাকে না। সাধারণত একটা নির্দিষ্ট বয়সের পর চুল পাকার কথা থাকলেও অনেকের ক্ষেত্রে দেখা দেয় ব্যতিক্রম। বাস্তবতা হলো, পাকাচুল এখন আর বয়স বাড়ার লক্ষণ নয়।

অসময়ে চুল পাকা নিয়ে অনেকেই বিব্রত বোধ করেন, দুঃশ্চিন্তায় পড়ে যান। কেউ কেউ তো বড় কোনো রোগ হয়েছে বলেও আশঙ্কা করে থাকেন।

অনেকেই মাথায় পাকাচুল দেখলে সেটি টেনে তুলে ফেলেন। এদিকে, মাথা থেকে পাকাচুল তুলে ফেলা নিয়েও রয়েছে নানা কথার প্রচলন।

এর মধ্যে অন্যতম হলো, পাকাচুল তুললে তা আরও বেড়ে যায়। কিন্তু এমন ধারণার পেছনে কি আদৌ কোনো বিজ্ঞানসম্মত যুক্তি আছে?

চিকিৎসকেরা বলছেন, এই ধারণার বাস্তবসম্মত কোনো ভিত্তি নেই। তাই বলে মনের আনন্দে পাকা চুল তুলে যাবেন, এমনটাও ঠিক নয়।

আরও পড়ুন

তবে, পাকাচুল তুললে সেটির সংখ্যা না বাড়লেও এতে যে চুলের গোড়া ক্ষতিগ্রস্ত হয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

আবার চুল তোলার এই অভ্যাস থেকে সংক্রমণ বা টাক পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

চিকিৎসকেরা বলছেন, চুলের রং নির্ভর করে মেলানিনের ওপর। এই মেলানিন হলো চুলের ফলিকলের গোড়ায় থাকা বিশেষ এক ধরনের কোষ, যা রং ধরে রাখতে সাহায্য করে। পাকা চুল তুলে নিলে সেখানে আবার যে নতুন চুলটি গজায়, তার রং সাদা হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ, চুলটি ওই পুরনো ফলিকল থেকেই জন্মায়। এর সঙ্গে সংখ্যা বাড়ার কোনো সর্ম্পক নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় হাঁটু পানি মাড়িয়ে শিশুদের স্কুলে যাতায়াত

কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার

নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে আটক ২

বৃহস্পতিবার সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

বগুড়ার ধুনটে যমুনার চরের ঘাসে বেচে শতাধিক পরিবারের সংসার চলে

বগুড়ার শাজাহানপুরে বেলজিয়াম কাঠের ছায়াযুক্ত বাগানে ২ হাজার বস্তা আদা চাষ