ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

উখিয়ায় চলছে দিনদুপুরে পাহাড় কাটার মহোৎসব

উখিয়ায় চলছে দিনদুপুরে পাহাড় কাটার মহোৎসব

কক্সবাজারের উখিয়ায় বনবিভাগের পাহাড় কেটে একের পর এক ডাম্প ট্রাক ভর্তি করে মাটি নিয়ে যাওয়ার মহোৎসব চলছে।

উখিয়ার রাজাপালং ইউনিয়ন বড়ই তলী মধুরছড়া বায়তুন-নূর আল-ইসলামীয় মাদরাসার পাশে চলছে এই পাহাড় কাটার কার্যক্রম।

সরেজমিনে দেখা যায়, রাজাপালং ইউনিয়ন বড়ই তলী মধুরছড়া বায়তুন-নূর আল-ইসলামীয় মাদরাসার পাশের পাহাড় দিনদুপুরে কাটা হচ্ছে। একটি ডাম্প ট্রাকে মাটি ভরার পরে সেটা চলে গেলে, আবার আরেকটি ডাম্প ট্রাক এসে মাটি ভরছে। পরে মাটি ভর্তি ট্রাকগুলো রোহিঙ্গা ক্যাম্পের ভেতরের রোড দিয়ে চলে যায়। কেউ তাদের বাধা দিচ্ছে না। সহজেই পাহাড় কেটে ট্রাক ভরে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। তবে কে বা কারা মাটি কাটছে নির্দিষ্টভাবে কারও নাম জানা যায়নি।

মাটি কাটতে আসা রোহিঙ্গা শ্রমিক রহমান মিয়া জানান, তিনি দিনে ৬০০ টাকায় শ্রমিক হিসেবে কাজ করছেন। তবে কার নির্দেশে বনবিভাগের পাহাড়ের মাটি কাটছেন সেটি বলতে পারেননি।

আরও পড়ুন

তিনি আরও জানান, চার-পাঁচ দিন ধরে শ্রমিক হিসেবে সেখানে পাহাড়ের মাটি কাটার কাজ করছেন। তবে এই কাজে বনবিভাগসহ কোনো ব্যক্তি তাদের বাধা দেয়নি বলে তিনি জানান।

উখিয়ার বড়ইতলী গ্রামের স্থানীয় হাবিব হোসেন বলেন, কারা পাহাড়ের মাটি কাটছে সেটা আমি বলতে পারবো না। তবে প্রতিদিন পাহাড় থেকে ট্রাকভর্তি মাটি নিয়ে যাওয়া হচ্ছে। তা বিক্রি করছেন।

এ বিষয়ে উখিয়ার রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের কাছ থেকে জানতে চাইলে তিনি জানান, পাহাড় কাটার বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিতে লোক পাঠাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে জব্দ করা সার নিলামে ৮ লাখ ৬৬ হাজার ৮৩৫ টাকায় বিক্রি

দিনাজপুরের হাকিমপুর পৌর এলাকায় আলোহীন সড়কে ভোগান্তি

গাইবান্ধা সাঘাটার ব্যবসায়ীর দোকানে ৫ লক্ষাধিক টাকা চুরি

সমাধান ছাড়াই শেষ হলো দুই উপদেষ্টা-প্রকৌশল শিক্ষার্থীদের বৈঠক

নাটোরের বড়াইগ্রামে ড্রাগন চাষে সফল সুরমান আলী

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪ জুয়াড়ি গ্রেফতার