গাইবান্ধা সাঘাটার ব্যবসায়ীর দোকানে ৫ লক্ষাধিক টাকা চুরি

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যাবাজারে পাইকারি মুদির দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উল্যা বাজারস্থ ব্যবসায়ীর দোকানের সাটার ভেঙে ভেতরে প্রবেশ করে দোকানের তিন লক্ষাধিক টাকা এবং বিভিন্ন ব্রান্ডের প্রায় ২ লাখ টাকার সিগারেট চুরি করে নিয়ে যায়। এতে সুবল সাহা নামে একজন পাইকারি ব্যবসায়ীর ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
সুবল সাহা জানান, ভোর ৫টা থেকে ৬টার মধ্যে চুরির ঘটনাটি ঘটে। সকাল ৮টায় দোকান খুলতে এসে তিনি চুরির বিষয়টি টের পান। পরে দোকানের ভেতর ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজে ৪/৫ জনকে সরাসরি চুরি করতে দেখা যায়।
আরও পড়ুনএঘটনায় সাঘাটা থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসি টিভির ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশা আলম জানান, এ ঘটনায় মামলার দায়ের হয়েছে এবং তদন্ত চলছে।
মন্তব্য করুন