ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

যথাসময়ে হবে বিসিবি নির্বাচন, প্রার্থী হবেন না বুলবুল

যথাসময়ে হবে বিসিবি নির্বাচন, প্রার্থী হবেন না বুলবুল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : অক্টোবরে হওয়ার কথা বিসিবি নির্বাচন। বেশ কয়েকবার সঠিক সময়ে নির্বাচন আয়োজন নিয়ে অনিশ্চয়তার কথা শোনা গেলেও দৃঢ়তা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কণ্ঠে। সঠিক সময়ে নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

রোববার নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুলবুল। সেখানেই নির্বাচন সঠিক সময়ে হবে বলে জানান তিনি। বুলবুল বলেন, ‘ক্রিকেট পরিচালনা পর্ষদের প্রায়োরিটি হচ্ছে ক্রিকেট চালানো। নির্বাচন চার বছর পরপর হয়। সময় যেহেতু চলে এসেছে, সেটা ঠিক সময়েই হবে। এটা যারা পূর্ণ সদস্য আছে তাদের নির্বাচন নিয়ে কিন্তু আন্তর্জাতিক নিউজ হয় না। আমরা এত সিরিয়াস। তো আমরা এখন যারা ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে আছি আমাদের ফোকাস ক্রিকেট। অবশ্যই নির্বাচন সঠিক সময়ে হবে। সেটার জন্য যে আমাদের নির্বাচন কমিশন এবং আনুসঙ্গিক কাজের ব্যাপারে দ্রুত জানতে পারবেন।

ফারুক আহমেদ অপসারিত হলে বুলবুল বিসিবি সভাপতির পদে বসেন। স্বল্প সময়ের জন্যই দায়িত্ব নিয়েছেন, আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানালেন তিনি। বুলবুল বলেন, ‘আমি তো বলেছি আমি কখনো নির্বাচন করবো না। আমি কীভাবে নির্বাচন করবো? নির্বাচন করতে যে রসদগুলো লাগে সেটা আমার নাই। আমি ফ্রি-ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছি। তারা যদি আমাকে কন্টিনিউ করে, থাকব, চেষ্টা করব। বিভ্রান্তি আছে অনেক। টি-টোয়েন্টি ক্রিকেট তো ১২০ বল খেলতে হয়। সেতা তো ২ ওভারে শেষ হয়ে যায় না। সবকিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর।’

আরও পড়ুন

আমিনুল বলেন, ‘আমি যে চার্টারটা নিয়ে এসেছিলাম, ৩০ তারিখ যখন আমাকে সভাপতি নির্বাচিত করা হয় তখন ছিল সন্ধ্যা ৭টা। শেষ করে বাসায় গিয়েছি রাত ১২টায়। সকাল ৬টার মধ্যে চার্টার তৈরি করে ফেলেছি সারারাত বসে। এই চার্টারটা যখন সবাই মিলে তৈরি করেছি, বোর্ডে অ্যাপ্রুভাল নিয়েছি, এটা নিয়ে কাজ করছি। আল্লাহর রহমতে এটার প্রতিফলনও এখানে দেখেছি ৮ বছরের একটা ছেলেও এখানে ছিল যে ক্রিকেট খেলতে চায়। আমাদের কাজটাই হলো যে ছেলেটা যেন ক্রিকেট খেলতে পারে, এটা কতটা স্মুথ করে দিতে পারি সেটাই লক্ষ্য। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট যদি মনে করে আমি আরও স্টে করার উচিত । এই কাজটা আমি সবকিছু ছেড়ে করতে এসেছি দেশকে সার্ভ করার জন্য। আমি চালিয়ে যেতে পছন্দ করবো যদি সবকিছু ঠিকঠাক প্রোভাইড করা হয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে ছাত্রদলের সভাপতি-সম্পাদকের স্বাক্ষর জাল করে কমিটি দেয়ার অভিযোগ

পঞ্চাশ বছরের পথচলায় স্মৃতিময় করতোয়া

পঞ্চগড়ের বোদায় যৌথবাহিনীর অভিযানে রেস্টুরেন্টে জরিমানা ও হাসপাতাল সিলগালা

সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী রূপা গ্রেফতার

তিতাসের দোকান, করতোয়া ও পেপসি

নওগাঁর সাপাহারে মারপিটে বৃদ্ধা নিহত