ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

বগুড়ার শাজাহানপুরে ব্যবসায়ী আল আমিন হত্যা মামলায় র‌্যাবের হাতে গ্রেফতার ২

বগুড়ার শাজাহানপুরে ব্যবসায়ী আল আমিন হত্যা মামলায় র‌্যাবের হাতে গ্রেফতার ২

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার শাজাহানপুরে ব্যবসায়ী আল আমিন (৩৫) হত্যা মামলার এজাহার নামীয় ২ আসামী র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানী ঢাকার দারুস সালাম থানার গাবতলী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে বাশির আহমেদ (২৬) ও তার সহোদর নাজির হোসেন (২৮)। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্রে জানা গেছে, নিহত আল আমিন বগুড়া নিউ মার্কেটের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামে।

জমি জমা নিয়ে প্রতি পক্ষের সাথে আল আমিনের বিরোধ ছিল। এক পর্যায়ে গত ২৮ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের যাওয়ার রওয়ানা করেন। পথিমধ্যে একটি বাঁশঝাড়ের কাছে পৌঁছামাত্র পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিশোঠা নিয়ে তার উপর হামলা করে। এতে আল আমিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ আগষ্ট মারা যান আল আমিন। মারপিটের ঘটনায় শাজাহানপুর থানায় মামলা দায়ের হয়। পরে ওই মামলাটি হত্যা মামলায় পরিণত হয়। এরপর থেকে শাজাহানপুর থানা পুলিশ ও র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করে। অবশেষে আল আমিন মারা যাওয়ার ২২ দিনের মাথায় গত শনিবার বিকেলে রাজধানীর গাবতলী এলাকা থেকে ২ আসামীকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ব্যবসায়ী আল আমিন হত্যার ঘটনায় র‌্যা-১২ বগুড়া ক্যাম্পের সহায়তায় এজাহার নামীয় ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নিতে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন : লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে সরব প্রার্থীরা

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন

বেড়েছে জনসংখ্যা, প্রভাব পড়ছে কৃষি জমির ওপর

ঠাকুরগাঁওয়ে সাত মাসে ২২০ জনের অস্বাভাবিক মৃত্যু

বগুড়ার শেরপুরে আবারো কৃষকের গরু চুরি

দরিদ্র শিক্ষার্থীদের সরকারি বরাদ্দের অর্থ প্রধান শিক্ষকের পকেটে