ভিডিও শনিবার, ২৩ আগস্ট ২০২৫

হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও ইসরাইল গাজা দখল করবে : নেতানিয়াহু

হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও ইসরাইল গাজা দখল করবে : নেতানিয়াহু, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও ইসরাইলি সেনাবাহিনী গাজা শহর দখল করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (২২ আগস্ট) স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ হুমকি দেন বলে মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরাইলেল প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা গাজায় যুদ্ধ শেষ করার কাছাকাছি। হামাস শেষ মুহূর্তে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও আমরা গাজা নিয়ন্ত্রণে রাখব।’ তিনি বলেন, হামাস যদি তাদের অস্ত্র পরিত্যাগ করে এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেয় তবে যুদ্ধ আজই শেষ হতে পারে। নেতানিয়াহু দাবি করেন, গাজা উপত্যকায় যুদ্ধে ইসরাইলের লক্ষ্য হলো সমস্ত জিম্মিদে মুক্ত করা, হামাসকে নিরস্ত্র করা এবং হামাসের শেষ শক্ত ঘাঁটিটি ধ্বংস করা, যা স্থায়ী শান্তি অর্জনের জন্য অপরিহার্য। ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমার লক্ষ্য গাজা দখল করা নয়, বরং গাজা এবং ইসরাইলকে একটি ভিন্ন ভবিষ্যত দেয়া। আমি বিশ্বাস করি আমরা এই লক্ষ্য অর্জনের কাছাকাছি।’ নেতানিয়াহুর দাবি, হামাসকে নির্মূল করার জন্য গাজা শহর নিয়ন্ত্রণে সামরিক লক্ষ্যকে সম্পূর্ণরূপে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটি ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে ঘোষণা করেছে জাতিসংঘ সমর্থিত সংস্থা দ্য ইনটিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)। শুক্রবার আইপিসি জানিয়েছে, ৫ লাখ ১৪ হাজার মানুষ তথা গাজার প্রায় এক-চতুর্থাংশ ফিলিস্তিনি এই মুহূর্তে দুর্ভিক্ষের সম্মুখীন এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংখ্যা বেড়ে ৬ লাখ ৪১ হাজারে পৌঁছাবে। এসব মানুষের মধ্যে প্রায় ২ লাখ ৮০ হাজার গাজা শহরের উত্তরাঞ্চলে বাস করে-যা গাজা গভর্নরেট নামে পরিচিত। এলাকাটি এখন পুরোপুরি দুর্ভিক্ষের কবলে পড়েছে বলে জানিয়েছে আইপিসি।  মধ্য ও দক্ষিণ অঞ্চলের দেইর আল-বালাহ ও খান ইউনিসে আগামী মাসের শেষ নাগাদ দুর্ভিক্ষের আশঙ্কা করছে আইপিসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ

বগুড়া প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠান আগামী ৬ সেপ্টেম্বর

পূর্ণাঙ্গ সিলেবাসে ২০২৬ সালের এইচএসসি মে-জুনে

আইড় মাছ দো-পেয়াজা 

চাকরির সুযোগ দিচ্ছে সিঙ্গার, কর্মস্থল নারায়ণগঞ্জ

বেগম জিয়ার সংগ্রাম ছাড়া গণঅভ্যুত্থান হতো না: ফরহাদ মজহার