নাটোর সুগারমিলে ডাকাতির মূলহোতা গ্রেপ্তার

মফস্বল ডেস্ক : নাটোর চিনিকলে সংঘটিত প্রায় এক কোটি টাকার মালামাল ডাকাতির ঘটনায় অন্যতম প্রধান আসামি সরদার নাজমুলকে (৩২) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার সাভার এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। শুক্রবার (২২ আগস্ট) রাতে র্যাব-৫, নাটোর ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নাজমুল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিনোটিয়া গ্রামের মোকদমের ছেলে।
র্যাব জানায়, গত ৩ আগস্ট গভীর রাতে নাটোর চিনিকলে সংঘবদ্ধ একটি ডাকাত দল প্রবেশ করে। তারা প্রথমে কারখানার প্রধান গেট ভেঙে ভেতরে ঢোকে এবং কর্তব্যরত ১০ জন নিরাপত্তা প্রহরীর হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে ফেলে। এসময় ধারালো অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শনসহ কিছু প্রহরীর ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। পরবর্তীতে ডাকাতরা কারখানার ভেতরে রাখা গুরুত্বপূর্ণ ও দামি যন্ত্রাংশ-মিল হাউজ গানমেটাল, ওয়েল্ডিং ক্যাবল, ক্রাশ শ্যাফট, ইনার প্লেটসহ অন্যান্য সরঞ্জাম পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। এসব লুটকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ ৪০ হাজার টাকা। ঘটনাটি জানাজানি হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আরও পড়ুনডাকাতির পরপরই র্যাব-৫ এর একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন ও ছায়া তদন্ত শুরু করে। তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে তারা ডাকাত দলের কয়েকজন সদস্যকে শনাক্ত করে এবং অবশেষে প্রধান আসামি নাজমুলকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন