ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

বগুড়ার ধুনটে মায়ের সামনেই প্রাণ গেল মেয়ের

বগুড়ার ধুনটে মায়ের সামনেই প্রাণ গেল মেয়ের

ধুনট (বগুড়া) প্রতিনিধি : চিকিৎসা শেষে মাকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন হাওয়া বেগম (৩০)। সঙ্গে ছিলেন তার স্বামী আনোয়ার হোসেন। একই অটোভ্যানে আরও ২ জন যাত্রী ছিলেন। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে অটোভ্যানটি খাদে পড়ে ঘটনাস্থলেই মায়ের সামনে মেয়ে হাওয়া বেগম মারা যায়।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় বগুড়ার ধুনট-সোহাহাটা পাকা সড়কের সরুগ্রাম জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। হাওয়া বেগম ও আনোয়ার হোসেন দম্পতি উপজেলার পাকড়িহাটা গ্রামের বাসিন্দা। আর হাওয়া বেগমের বাবার বাড়ি একই এলাকার শিয়ালী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাওয়া বেগমের মা দীর্ঘদিন ধরে অসুস্থ। মাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন হাওয়া বেগম ও তার স্বামী। সারাদিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে অটোভ্যানে শিয়ালী গ্রামে বাবার বাড়িতে মাকে রেখে আসার জন্য রওনা হন।

আরও পড়ুন

পথিপধ্যে সরুগ্রাম জামে মসজিদ এলাকায় বেপরোয়া গতীর অটোভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই হাওয়া বেগমের মৃত্যু হয়। তবে ওই অটোভ্যানের অন্য যাত্রীরা অক্ষত রয়েছেন। ধুনট থানার এস আই আব্দুর রাজ্জাক বলেন, আইনী প্রক্রিয়া শেষে হাওয়া বেগমের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রংপুরে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছোঁড়া  অনুশীলনের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ফিরছেন দীপিকা