ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে বেশি দামে সার বিক্রির দায়ে ডিলার ও ব্যবসায়ীর জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে বেশি দামে সার বিক্রির দায়ে ডিলার ও ব্যবসায়ীর জরিমানা। ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএডিসি সার ডিলার ও খুচরা সার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের শিমলা বাজার ও নন্দীগ্রাম পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে শিমলা বাজারের খুচরা সার বিক্রেতা মেসার্স দুবাই এন্টারপ্রাইজের মালিক রাকিব আলীকে ২০ হাজার টাকা এবং একই অপরাধে নন্দীগ্রাম পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় বিএডিসি সার ডিলার মের্সাস জ্যোতি এন্টারপ্রাইজের মালিক জাহিদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান ও শর্মিলী ইসলাম। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম ও পুুলিশ সদস্যরা সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার বলেন, কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়া যাবে না। কৃষকের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রংপুরে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছোঁড়া  অনুশীলনের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ফিরছেন দীপিকা