ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না মিরাজ

মিরাজ ।

স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আগামী মাসেই মাঠে গড়াবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ লড়াই। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। নিজেদের ঝালিয়ে নিতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজও খেলবে টাইগাররা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবারের এশিয়া কাপ আয়োজিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। টুর্নামন্টের আগে নিজেদের প্রস্তুত করে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে লাল-সবুজের দল।

৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাচদের বিপক্ষে ম্যাচগুলো। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে এ সিরিজে খেলবেন না মেহেদী হাসান মিরাজ।

আরও পড়ুন

সূত্র জানিয়েছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই এশিয়া কাপের আগে ঘরের মাঠের এ সিরিজ থেকে ছুটি নিয়েছেন মিরাজ। তবে এ সিরিজে না থাকলেও এশিয়া কাপে তাঁকে দলে পাওয়া যাবে বলেই জানা গেছে।

এদিকে নেদারল্যান্ডস সিরিজের পাশাপাশি এশিয়া কাপের স্কোয়াডও এখনো ঘোষণা করেনি বিসিবি। এশিয়া কাপের দল ঘোষণার শেষ সময় আগামী ২২ আগস্ট। ইতোমধ্যে ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে ভারত ও পাকিস্তান। বাংলাদেশও আগামী কয়েকদিনের মধ্যেই দল ঘোষণা করতে পারে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রংপুরে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছোঁড়া  অনুশীলনের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ফিরছেন দীপিকা