ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

চার ব্যক্তিকে হত্যার দায়ে ইরানে এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড 

ছবি : সংগৃহীত,চার ব্যক্তিকে হত্যার দায়ে ইরানে এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড 

আন্তর্জাতিক ডেস্ক : চার ব্যক্তিকে হত্যার দায়ে ইরানে এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দক্ষিণ ইরানে তাকে ফাঁসিতে ঝোলানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্টীয় সংবাদমাধ্যম মিজান।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, “ফার্স প্রদেশের বেরামে এক পরিবারের চার সদস্যকে নৃসংশ হত্যার দায়ে এক অপরাধীকে মঙ্গলবার প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে।”

প্রতিবেদনে আরও বলা হয়েছে, “দণ্ড কার্যকর হওয়া ব্যক্তি এবং তার স্ত্রী এক মা ও তার তিন শিশুকে ২০২৪ সালের অক্টোবরে ডাকাতির সময় হত্যা করে।”

অভিযুক্ত দম্পতিকে এ বছরের ফেব্রুয়ারিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর এপ্রিলে সুপ্রিম কোর্ট তাদের দণ্ড চূড়ান্ত করে।

সংবাদমাধ্যম মিজান জানিয়েছে, ওই ব্যক্তির স্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর হবে কারাগারের ভেতর। তবে দণ্ড কার্যকরের নির্ধারিত তারিখ জানানো হয়নি।

আরও পড়ুন

ইরানে হত্যা ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে চীনের পরই রয়েছে ইরান।

ইরানে প্রায়ই প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটে থাকে। বিশেষ করে যেসব ঘটনা দেশটিতে আলোড়ন সৃষ্টি করে সেসব ক্ষেত্রে এগুলো দেখা যায়।

গত বছর অর্থাৎ ২০২৪ সালে দেশটিতে ৯০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে কেবল গত ডিসেম্বরের এক সপ্তাহেই ৪০ জনকে ফাঁসিতে ঝুলিয়েছে দেশটি।

সূত্র: এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বর থেকে আবার খোলা বাজারে আটা বিক্রি শুরু

সিরাজগঞ্জের সলঙ্গায় পাটের হাটে ফিরেছে পুরোনো ঐতিহ্য

বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের অপার সম্ভাবনাময় আশুড়ার বিল

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন শেখ বশিরউদ্দীন

ব্যবহারের অভাবে বগুড়ার ধুনটে যমুনা নদীর তীরে নষ্ট হচ্ছে সরকারের অর্ধকোটি টাকার নৌকা