ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

গাজীপুরে অটোরিকশাচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

গাজীপুরে অটোরিকশাচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

গাজীপুরের জয়দেবপুরে এক অটোরিকশা চালককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার (১ মার্চ) সন্ধ্যায় র‍্যাব-১ ভাওয়ালগড় ইউনিয়নের শিড়িরচালা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিরা হলেন- নেত্রকোনার মদন উপজেলার বাসিন্দা মো. মুর্শিদ আলম (২৪) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা মো. মাহাদী হাসান মিতুল (২০)। তারা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে জয়দেবপুর থানার ভাওয়ালগড় ইউনিয়নের সিংগাতলী গ্রামে অটোরিকশাচালক রানা ইয়াছিন (২৬) হত্যাকাণ্ডের শিকার হন।

 

র‍্যাব সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের রাতে পরিকল্পিতভাবে ভিকটিম রানা ইয়াছিনকে ঘটনাস্থলে নিয়ে যায় আসামিরা। পরে তার নাক-মুখ-গলায় আঘাত করে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর আসামিরা তার ব্যাটারিচালিত অটোরিকশা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন

পরবর্তীতে ভিকটিমের বাবা মো. উসমান গনি জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই র‍্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে।

 

র‍্যাব-১, স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুরের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। আমরা দ্রুত তদন্ত করে আসামিদের শনাক্ত করি এবং মাত্র ১২ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে ভটভটি উল্টে চালক নিহত

টিকটকে পরিচয় থেকে বিয়ে, অতঃপর ...

বগুড়ার আদমদীঘিতে ১০ টাকা কেজির মরিচ ১১ দিনের ব্যবধানে হাঁকালো ডাবল সেঞ্চুরি

ফের আলোচনায় ইআরএল ইউনিট-২ প্রকল্প

খতিবকে কোপানো সেই বিল্লাল বললেন ‘ভুল করেছি’

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বগুড়ায় বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল