ভিডিও রবিবার, ১৭ আগস্ট ২০২৫

চোট থেকে ফিরে মায়ামিকে জেতালেন মেসি

চোট থেকে ফিরে মায়ামিকে জেতালেন মেসি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: চোট থেকে ফিরে নিজের উপস্থিতির গুরুত্ব টের পাইয়েছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে তার একটি গোল ও অ্যাসিস্টে এলএ গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। 

আর্জেন্টাইন অধিনায়ক ডান পায়ের ইনজুরিতে দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন। এই ম্যাচেও মাঠে নামেন হাফ টাইমের বদলি হয়ে। শুরুতে ৪৩ মিনিটে জর্ডি আলবার গোলে মায়ামি অগ্রগামিতা পেলেও ৫৯ মিনিটে পেইনস্টিলের গোলে সমতা ফেরায় গ্যালাক্সি। শেষ দশ মিনিটের সময়ও স্কোর লাইনে ছিল সমতা। ঠিক তখন দলকে উদ্ধারে এগিয়ে আসেন মেসি। ৮৪ মিনিটে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে প্রতিপক্ষের অর্ধে বলের নিয়ন্ত্রণ নিয়েছেন। তার পর এক ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের শটে ব্যবধান বাড়ান তিনি।   ৫ মিনিট পর গোলদাতার বদলে এবার গোল বানিয়ে দেওয়ার ভূমিকায় নামেন কাতার বিশ্বকাপ জয়ী। সতীর্থ রদ্রিগো দে পল থেকে পাস নিয়ন্ত্রণে নিয়ে লুই সুয়ারেজকে ফ্লিক করেছিলেন। তার পর উরুগুয়ে তারকার পা থেকে আসে তৃতীয় গোল। 

এই জয়ে অবদান রাখা মেসি এদিনও পুরোপুরি স্বস্তিতে ছিলেন না। বেশ কয়েকবার হ্যামস্ট্রিংয়ে হাত দিতে দেখা যায় তাকে। মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো জানান, মেসি এখনও পুরোপুরি ফিট নন, ‘সে কোনও সাধারণ খেলোয়াড় নয়। নিজেও দেখেছি সে শতভাগ স্বস্তি নিয়ে খেলেনি। এখন সময়ের সঙ্গে দেখতে হবে অবসাদ কতখানি রয়ে গেছে। ইনজুরি খুব ছোট এবং অনুশীলন সেশনও খুব ভালো গেছে।’

আরও পড়ুন

মেসি মেজর লিগ সকারে এই মৌসুমের প্রথম খেলোয়াড় হিসেবে ৩০ গোলে অবদান রেখেছেন। ১৯ গোলের সঙ্গে অ্যাসিস্ট রয়েছে ১১টি। অবস্থা এমন যে গত মৌসুমের ৩৮ গোলকেও হয়তো পেছনে ফেলতে যাচ্ছেন তিনি। গোল্ডেন বুটের লড়াইয়েও এক গোল এগিয়ে আছেন। গত সপ্তাহে অরল্যান্ডো সিটির কাছে ৪-১ গোলে হেরেছে মায়ামি। তাই এই ম্যাচ জয় জরুরি ছিল তাদের জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্ট-প্যান্ট পরার দরকার কি, জুব্বা পরবা: শবনম ফারিয়া

মাইটিভির চেয়ারম্যান গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিস

এনসিপির কথায় কিছু যায় আসে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: রিজওয়ানা

বকশীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১