রংপুরে তিস্তা জোন জাতীয় কাবাডি টুর্নামেন্ট শুরু

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে তারুণ্যের জয়গানে তিন দিনব্যাপী তিস্তা জোন জাতীয় কাবাডি পুরুষ ও নারী টুর্নামেন্ট শুরু হয়েছে।
আজ শনিবার সকালে রংপুর ইনডোর স্টেডিয়ামে কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এ সময় জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানাসহ কাবাডি দলের খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় পুরুষ বিভাগে রংপুর জেলা দল ৫৬-৩৯ পয়েন্টে ঠাকুরগাঁও জেলা দলকে পরাজিত করে। অপর খেলায় নারী বিভাগে রংপুর জেলা দল ৬০-২৩ পয়েন্টে ঠাকুরগাঁও জেলা দলকে পরাজিত করে।
আরও পড়ুনমন্তব্য করুন