ভিডিও শনিবার, ১৬ আগস্ট ২০২৫

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত

ছবি : সংগৃহীত,আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আলজেরিয়ার রাজধানীতে একটি বাস দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি পরিষেবা সংস্থা এই তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার এই দুর্ঘটনাটি ঘটে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি সেতু থেকে নদীতে পড়ে গেলে ১৮ জন ডুবে মারা যায় এবং ৯ জন আহত হয়।


পূর্ব আলজিয়ার্সের মোহাম্মদিয়া জেলায় বিকেলে এই দুর্ঘটনা ঘটে এবং আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে তারা জানিয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বাসটি এল হাররাচ এলাকায় যাওয়ার সময় রাস্তা থেকে উল্টে গিয়ে ওউদ এল হাররাচ নদীতে পড়ে যায়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সিভিল ডিফেন্সের কর্মীরা আসার আগেই বাসিন্দারা উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েন।

আরও পড়ুন


আলজেরিয়ার সিভিল প্রটেকশন সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ২৫টি অ্যাম্বুল্যান্স, ১৬ জন ডুবুরি এবং চারটি নৌকা উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য মোতায়েন করা হয়। সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান অভিযান অব্যাহত থাকে।

সূত্র : এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের নয়, জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: ড. ইউনূস

বগুড়ার সারিয়াকান্দিতে নদীবন্দরের কাজ এগিয়ে সম্ভাব্যতা যাচাই করছে সার্ভে জাহাজ

নরসিংদীতে চাঁদা না দেয়ায় কারখানায় হামলা, আহত ৩

বগুড়ার আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান কালাম গ্রেফতার

সৌদিতে পতিতাবৃত্তির অভিযোগে ১১ প্রবাসী গ্রেপ্তার

প্রথমবার টেলিভিশনে কালজয়ী শবনম