ভিডিও শনিবার, ১৬ আগস্ট ২০২৫

সাদা পাথর লুটের ঘটনায় মামলা, গ্রেফতার ৫

সাদা পাথর লুটের ঘটনায় মামলা, গ্রেফতার ৫, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাথর লুট ও চুরির ঘটনায় দেড় হাজার জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো’র মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব।

আজ শনিবার (১৬ আগস্ট) সকালে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তিনি বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলো-কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের মৃত সিকন্দার আলীর ছেলে মোহাম্মদ কামাল (৪৫), একই গ্রামের কামাল মিয়ার ছেলে মো. আবু সাঈদ (২১), নাজিরের গাঁও গ্রামের মৃত মনফর আলীর ছেলে মো. আবুল কালাম (৩২), লাছুখাল গ্রামের শহীদ মিয়ার ছেলে ইমান আলী (২৮) ও একই গ্রামের শহীদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করেছে মর্মে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যারা এ ঘটনায় জড়িত রয়েছেন, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন

ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, সাদা পাথর চুরির ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে পাথর লুটেরা চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়। তাছাড়াও চেকপোস্টে সাদা পাথর নিয়ে যাওয়ার পথে ডাম্পট্রাকসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আজই আদালতে পাঠানো হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

দৈনিক উত্তর কোণ‘র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কর্তন

বাংলাদেশ ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দিনাজপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি

সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো: ছাত্রশিবির সভাপতি

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন