৬ দিন পর প্রিজন সেল থেকে পালানো সেই আসামি গ্রেফতার
_original_1755090287.jpg)
ছয়দিন পর প্রিজন সেল থেকে পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলের ইনচার্জ এস আই শামীম রেজা জানান, দুপুরে আলমনগর মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ ইউসুফকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় রাতে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। রাতে বুকে ব্যথা অনুভব হলে তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। প্রিজন সেল থেকে ইউসুফ হাওলাদার পালিয়ে যান। তারপর তাকে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে।
আরও পড়ুনপ্রিজন সেলের ইনচার্জ এস আই শামীম রেজা বলেন, ঘটনার সময় প্রিজন সেলে দুজন আসামি ছিল। তাদের মধ্যে একজন রাত সাড়ে ৩টায় বাথরুমে যাওয়ার প্রয়োজন জানান। দায়িত্বরত কনস্টেবল রাব্বি আলী তার জন্য প্রিজন সেলের দরজার তালা খুলে দেন। কিন্তু ভুল করে দরজার তালাটি পুনরায় বন্ধ করতে ভুলে যান। বাথরুম শেষে ফেরত আসার পর দেখা যায় ইউসুফ নেই। বাইরের গেট খোলা থাকায় তিনি পালিয়ে যান। এরপর তাকে ধরতে আমরা কয়েকদিন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি।
মন্তব্য করুন