জনাব সৈয়দ জুলকার নাইন ব্যাংক এশিয়ার নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক
_original_1755008561.jpg)
জনাব সৈয়দ জুলকার নাইন ব্যাংক এশিয়ার একজন নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক। ০৭ আগস্ট ২০২৫ তারিখে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব রিটেইল ব্যাংকিং হিসেবে ব্যাংকে যোগদান করেছেন। ব্যাংক এশিয়ায় যোগদানের পূর্বে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসি-তে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন।
জনাব জুলকার নাইন ২০০১ সালে এইচএসবিসি বাংলাদেশ-এ যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২০০৭ সালে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসিতে যোগদান করেন এবং ১৮ বছরের কর্মজীবনে ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজের অভিজ্ঞতা লাভ করেন।
আরও পড়ুনসর্বশেষ তিনি ব্যাংকের হেড অব বিজনেস, রিটেইল এন্ড এসএমই ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি ব্যাংকের ডিসট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণ, রিটেইল বিজনেস এর কার্যক্রম জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক ইকোসিস্টেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্থানীয় ও বহুজাতিক ব্যাংকে ২৪ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন জনাব জুলকার নাইন ব্যাংকিং-এর বিভিন্ন খাতে প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং কাস্টমার-ফোকাস্ধসঢ়;ড ট্রান্সফরমেশন সৃষ্টিতে অনন্য অবদান রেখেছেন। জনাব জুলকার নাইন ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) কর্তৃক স্বীকৃত একজন প্রফেশনাল। তিনি পেশাগত অসংখ্য প্রশিক্ষণ এবং বিশ্বব্যাপী বিভিন্ন ইন্ডাস্ট্রি ফোরামে অংশগ্রহণের সুযোগ লাভ করেছেন।
মন্তব্য করুন