কোকোর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট আধুনিক হয়েছে: রুমন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ক্রিকেটের আধুনিক রূপকার হয়েছে আরাফাত রহমান কোকোর মাধ্যমে উল্লেখ করে আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন বলেছেন, উনি নিভৃতে খেলোয়ারদের এগিয়ে নিয়ে গেছেন। এবং বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে তার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলী শেষে আতিকুর রহমান একথা বলেন।
তিনি বলেন, উনি (কোকো) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহামনের ছেলে ও সাবেক তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই ছিলেন। এটা নিয়ে তিনি (কোকো) কখনোই বড়াই করতেন না। রচং তার মাধ্যমে বিশ্বের কাছে ক্রিকেট পরিচিত পেয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন