৭৫০ কোটি টাকায় লিভারপুল থেকে আল হিলালে নুনেজ

স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে লিগ শিরোপা হারানোর পর চলতি দলবদলে বড় তারকা দলে টানলো আল হিলাল। এসি মিলানের মতো ক্লাবকে টপকে দলে ভেড়াল উরুগুইয়ান স্ট্রাইকার ডারউইন নুনেজকে। শনিবার (৯ আগস্ট) তিন বছরের চুক্তিতে সৌদি প্রো লিগের জায়ান্ট ক্লাবটিতে যোগ দিয়েছেন লিভারপুলের এই তারকা। ২৬ বছর বয়সী নুনেজকে দলে ভেড়াতে আল হিলালকে খরচ করতে হয়েছে ৫৩ মিলিয়ন ইউরো (৭৪৯ কোটি ২৬ লাখ টাকা)।
২০২২ সালের জুনে ৬৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে পর্তুগালের ক্লাব বেনফিকা থেকে নুনেজকে দলে ভিড়িয়েছিল লিভারপুল। এই স্ট্রাইকারকে নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও তা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি। ১৪৩ ম্যাচে ৪০ গোল করেই লিভারপুল অধ্যায় শেষ করলেন তিনি। গত মৌসুমে অলরেডদের হয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বাদ পেলেও মাত্র ৮টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন।
নুনেজের বিদায়ে দেয়া বিবৃতিতে লিভারপুল জানিয়েছে, ‘এই ক্লাবের সবাই ডারউইন নুনেজকে তার অবদানের জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং তাকে ও তার পরিবারকে ভবিষ্যতের জন্য শুভকামনা। নুনেজ জার্মানিতে আল হিলালের প্রাক-মৌসুম প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন। তার বিদায় লিভারপুলের নতুন স্ট্রাইকার কেনার পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। আলেক্সান্ডার ইসাকের জন্য লিভারপুলের দেয়া ১১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব এরই মধ্যে ফিরিয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড।
আরও পড়ুনলিভারপুলে প্রথম মৌসুমে ৪২ ম্যাচে ১৫ গোল করেন। দ্বিতীয় মৌসুমে ৫৪ ম্যাচে ১৮ গোল করলেও তৃতীয় মৌসুমে সম্ভাব্য ৪৭ ম্যাচের মাত্র সাতটিতে প্রথম একাদশে ছিলেন। আর্নে স্লটের দলে ক্রমেই গুরুত্ব হারাচ্ছিলেন নুনেজ। চলতি দলবদলে তার বিদায় একরকম প্রত্যাশিতই ছিল। প্রিমিয়ার লিগে সব মিলিয়ে ৯৫ ম্যাচে ২৫ গোল করেছেন তিনি, অবশ্য এর মধ্যে ৪৬ ম্যাচে তিনি নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে।
মন্তব্য করুন