মেসিদের লিগে অভিষেকেই নজর কাড়লেন সন

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি খেলছেন এই লিগে। সেখানে গেল সপ্তাহে সব আলো কেড়ে নেন দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন। রেকর্ড ট্রান্সফার ফি-তে যোগ দিয়েে লস অ্যাঞ্জেলেস এফসিতে। সেখানে আজ অভিষেক হলো তার, আর এই অভিষেকেই তিনি আলো ছড়িয়েছেন। লস অ্যাঞ্জেলেস এফসি’র হয়ে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন তিনি। শিকাগোতে ফায়ারের বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। তার কল্যাণেই নিশ্চিত হারের মুখ থেকে ফেরে লস অ্যাঞ্জেলেস এফসি।
৭৭তম মিনিটে সন একটি পেনাল্টি আদায় করেন। নতুন সতীর্থ ডেনিস বুয়াঙ্গা ৮১তম মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান। রেফারি প্রথমে খেলা চালিয়ে যেতে বললেও ভিএআর দেখে পেনাল্টি নিশ্চিত হয়। পেনাল্টি আদায়ের পাশাপাশি সন গোলের উদ্দেশে তিনটি শট নেন। তবে ফায়ারের গোলরক্ষক ক্রিস ব্র্যাডি সহজেই সেগুলো রক্ষা করেন।
গত বুধবার সন লস অ্যাঞ্জেলেস এফসির সঙ্গে চুক্তি করেন। ধারণা করা হচ্ছে, এটি এমএলএস ইতিহাসের রেকর্ড ২৬ মিলিয়ন ডলারের ট্রান্সফার ফি। এর আগে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের হয়ে এক দশক খেলেছেন এবং বিশ্বজুড়ে পরিচিত নাম হয়েছেন। গত শনিবার নিজ দেশে তিনি ঘোষণা দেন যে টটেনহ্যাম ছাড়ছেন। ক্লাবটির হয়ে তিনি ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল করেছেন, যা ক্লাবটির ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ।
আরও পড়ুনলস অ্যাঞ্জেলেসের ঘরের মাঠে খেলতে অবশ্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে সনকে। আগামী ৩১ আগস্ট সান ডিয়েগোর বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে তার।
মন্তব্য করুন