অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির রহস্যজনক স্ট্যাটাস
_original_1754741337.jpg)
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন একটি রহস্যজনক স্ট্যাটাস। ফেসবুকে তিনি লিখেছেন- ‘ক্রিকেটার আর নারী ক্রিকেটার এর ভিতর পার্থক্য আছে বন্ধু।’
তার এই ছোট্ট বাক্য ঘিরে ক্রিকেট মহলে চলছে নানা আলোচনা। অনেক সমর্থকই মনে করছেন, নারী ও পুরুষ ক্রিকেটারদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বেতন বৈষম্য নিয়েই এই আক্ষেপ প্রকাশ করেছেন জ্যোতি।
এই আক্ষেপের পেছনে সাম্প্রতিক এক ঘটনাও আলোচনায় এসেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্প্রতি তাদের নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে, যেখানে শীর্ষ ২০ নারী ক্রিকেটারের বেতন বাড়ানো হয়েছে ৫০ শতাংশ। ৬ আগস্ট ঘোষিত ২০২৫-২৬ মৌসুমের এই চুক্তি কার্যকর হয়েছে গত ১ জুলাই থেকে।
আরও পড়ুনপাকিস্তানের নারী ক্রিকেটে এ সুখবর যখন এসেছে, তখন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা এখনো পুরুষ দলের তুলনায় বেতন ও সুযোগ-সুবিধায় অনেক পিছিয়ে। অনেকেই মনে করছেন, জ্যোতির স্ট্যাটাস সেই বাস্তবতারই প্রতিফলন।
মন্তব্য করুন