ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

আ. লীগের কর্মী আসায় এক মণ দুধ দিয়ে ধোয়া হলো বিএনপি অফিস

আ. লীগের কর্মী আসায় এক মণ দুধ দিয়ে ধোয়া হলো বিএনপি অফিস

বিএনপি’র একটি পক্ষ আওয়ামী লীগের কিছু লোককে নিয়ে বিএনপির পার্টি অফিস প্রবেশ করায় এক মণ দুধ দিয়ে ধোয়া হয়েছে পার্টি অফিস। দুধ দিয়ে পার্টি অফিস ধোয়ার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হয়েছে। অভিনব এ ঘটনা এলাকায় সাড়া ফেলেছে।

গতকাল বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিনের নেতৃত্ব ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়। 

ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা জানান, ৫ আগস্ট ছিল গণঅভ্যুত্থান দিবস। এ দিবস উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ছিল। তবে সেই মিছিলে বিএনপির একটি পক্ষ (ইশরাক সিদ্দিকী) আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করে। এতে গণঅভ্যুত্থানকে অপমান করা হয়েছে, পাশাপাশি দলীয় ভাবমূর্তি নষ্ট হয়েছে। 

এর প্রতিবাদস্বরূপ ১ মণ দুধ দিয়ে উপজেলা বিএনপির কার্যালয় ধুয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে পার্টি অফিস কলঙ্কমুক্ত হলো। পাশাপাশি এর মাধ্যমে আমরা আরেকটি স্পষ্ট বার্তা দিয়ে রাখলাম, যেন ভবিষ্যতে ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কেউ পার্টি অফিসে প্রবেশের সাহস না পায়। 

আরও পড়ুন

এদিকে দুধ দিয়ে বিএনপির পার্টি অফিস ধোয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়- একাধিক ছাত্রদল ও যুবদল নেতাকর্মী বক্তব্য দিচ্ছেন এবং বেশ কয়েকজন বালতিতে করে দুধ নিয়ে পার্টি অফিস ধুয়ে দিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিন বলেন, ‘ঐতিহাসিক অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আমাদের একটি শোভাযাত্রা ও মিছিল ছিল। একটি পক্ষ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে। এতে আমাদের পার্টি অফিস কলঙ্কিত হয়েছিল। পরে আমরা এক মণ দুধ দিয়ে পার্টি অফিস ধুয়ে ফেলি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাই নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই মান্দায় ৩০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ  

৭৫ বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানলের কবলে ফ্রান্স

রংপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

আমিরাত প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের রাশিয়া সফর: পুতিনের সঙ্গে বৈঠক

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি

মিডিয়া ও গোয়েন্দা সংস্থাকে দায়ী করলেন হাসনাত, দলের সিদ্ধান্তের করলেন সমালোচনা