ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় চটেছেন পরম-কৌশিক

বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় চটেছেন পরম-কৌশিক

বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে একটি চিঠিতে উল্লেখ করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীন দিল্লি পুলিশ। বিষয়টি নিয়ে কলকাতাজুড়ে শুরু হলো বিতর্ক। বাংলা ভাষাকে কী ভাবে ‘বাংলাদেশি ভাষা’ বলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। টলিপাড়ার শিল্পীরাও এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে পরমব্রত চট্টোপাধ্যায়ও কড়া প্রতিবাদ জানিয়েছেন।

কৌশিক নিজে বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র, এক সময় করেছেন শিক্ষকতাও। তাই তিনি সেই বিতর্কিত চিঠির ছবি ভাগ করে নিয়ে কৌশিক লিখেছেন, ‘‘বাংলা ভাষা আমার প্রিয় বিষয় শুধু নয়। ৮ বছর আমি শিক্ষকতা করেছি বাংলা ভাষার শিক্ষক হিসেবে। ‘বাংলাদেশি ভাষা’র ‘টেক্সট’ বলে কোনও কিছুর অস্তিত্ব আছে, জানতাম না। সেই ভাষা অনুবাদ না করলে তদন্ত বিঘ্নিত হচ্ছে এই চিঠিতে পড়লাম!

বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলা কি স্রেফ ভুল? বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজমা শুরু হয়েছে তৃণমূল ও পদ্মশিবিরের মধ্যে। কৌশিক তার পোস্টে লিখেছেন, ‘‘দিল্লিতে অজস্র বিশ্ববিদ্যালয় ও বাংলা ভাষার বহু শ্রদ্ধেয় অধ্যাপকেরা আছেন। প্রশাসন কি পারে না তাদের কাছে গিয়ে নিজেদের বাংলা ভাষা সম্পর্কে ধারণাটা স্বচ্ছ করতে? উইলিয়াম কেরি বাংলা ভাষাটা প্রাণ দিয়ে শিখেছিলেন বাংলার আত্মাকে বুঝতে। আজকের প্রশাসন বাংলা বিষয়ে অস্বচ্ছ হলে সাহায্য নিন। না হলে প্রশাসনিক চিঠিতে নিজেদের মারাত্মক অজ্ঞতা এমন বারবার সামনে আসবে। বাংলা ভাষা থেকে হাজারটা আঞ্চলিক উপভাষা তৈরি হলেও, ‘টেক্সট’ একমাত্র বাংলা। ধন্যবাদ।

এই বিষয় নিয়ে পরমব্রত চট্টোপাধ্যায়ও দীর্ঘ পোস্ট করেছেন। অভিনেতা প্রথমেই জানিয়েছেন, তাঁর বক্তব্যে কোনও রকমের রাজনীতি নেই।

আরও পড়ুন

তাই পরম লিখেছেন, “ভারতের রাজনীতিতে আমার যে সামান্য আগ্রহ ছিল, তা ক্রমশ হারিয়ে ফেলেছি।” কৌশিকের মতোই পরমও খোঁচা দিয়েছেন, ‘বাংলাদেশি ভাষা’ বলে আলাদা কিছু রয়েছে, তা তিনি জানতেন না। অভিনেতার কথায়, ‘উপভাষা আলাদা হতে পারে। কিন্তু ভাষাটা একই। আমাদের ভাষা, আমাদের মাতৃভাষা— বাংলা।

দেশে বাংলা ভাষার অবস্থান ঠিক কোথায়, তা নির্দিষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছেন পরমব্রত। এই ভাষাতে কাজ করে এসেছে নোবেল পুরস্কার। দেশভাগের পর থেকে আলাদা হয়েছে দুই বাংলা। কিন্তু ভাষা একটাই। পঞ্জাবও দেশভাগ দেখেছে। তাই আজও পাকিস্তানের বহু মানুষ পঞ্জাবি ভাষায়, এমনকি গুজরাতি ও সিন্ধি ভাষাতেও কথা বলেন। তা হলে কি পঞ্জাবি ভাষাকে ‘পাকিস্তানি ভাষা’ বলা হয়?’’ প্রশ্ন তুলেছেন পরমব্রত।

অভিনেতা তাঁর পোস্টের শেষে লেখেন, ‘এটা কি নিতান্ত একটি ভুল? যদি তা-ই হয়, তা হলে আপনাদের তথ্য নিয়ে আরও বেশি সতর্ক থাকা উচিত। আমরা হিন্দি ভাষা এবং উত্তর ভারতের অন্য ভাষা ও সংস্কৃতিরও উদযাপন করি। সেই ভাষার মানুষদেরও আমরা আপন মনে করি। আপনারা সেটা করতে পারেন না?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জুলাই স্মরণে আলোকচিত্র ভিডিও প্রদর্শনীর পুরস্কার বিতরণ

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে হত্যা

বিচ্ছেদের পথে সাইফ-কারিনার সম্পর্ক!

বগুড়ায় ডাবলু-আমিনুল সহ তিনজন শোন এ্যারেস্ট 

গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি চেয়েছেন প্রবাসী জুলাই যোদ্ধারা 

প্রিয়াংকার রহস্যঘেরা পোস্ট