ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জে প্রেমিকার বাড়িতে এসে বিষপানে যুবকের আত্মহত্যা

সিরাজগঞ্জে প্রেমিকার বাড়িতে এসে বিষপানে যুবকের আত্মহত্যা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দে প্রেমিকার গ্রামে বিষপান করে আত্মহত্যা করেছেন ঠাকুরগাঁও জেলার এক যুবক। সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলার চৌবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ফেরদৌস দুর্লভ (দুলু) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার পতিলা ভাসা গ্রামের আব্দুর রহমান মাস্টারের ছেলে। তার বয়স ২৪ বছর।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, চৌবাড়ি গ্রামের এক ভ্যানচালক পরিবারের কলেজপড়ুয়া মেয়ের সঙ্গে ফেরদৌসের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি সিরাজগঞ্জের বেলকুচি কলেজে অনার্সে অধ্যয়নরত। সম্প্রতি তার অন্যত্র বিয়ে ঠিক হলে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ওসি আরও জানান, এ অবস্থায় হতাশ হয়ে প্রেমিক ফেরদৌস সোমবার সকালে চৌবাড়ি গ্রামে মেয়েটির সঙ্গে দেখা করতে আসেন। পরে মোবাইলে কথা বলার সময় চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সড়কে বসেই তিনি বিষপান করেন।

ঘটনার পর মেয়েটির বাবা স্থানীয়দের সহায়তায় ফেরদৌসকে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরে তার মরদেহ সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবার এখনও কোনো অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি আব্দুল লতিফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে শফিক তুহিনের গান

৭ মাস পর বাবাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলে ছেলে আয়াশ

কিশোরগঞ্জে ডাকাতি করতে গিয়ে ৫ ডাকাত গণপিটুনির শিকার

এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির র‌্যালিতে ‘খাঁচায় বন্দী’ শেখ হাসিনা, ইনু-সালমান-আনিস ‘কারাবন্দি’ 

দেশ চালাবেন রাজনীতিবিদরা: আলী রীয়াজ