ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

বগুড়ার শেরপুরে মা ও ছেলেসহ চার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার শেরপুরে মা ও ছেলেসহ চার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি পূর্বপাড়া গ্রামের মাসুদ রানার স্ত্রী রোকেয়া (৩৫), পৌর শহরের স্যান্নালপাড়ার আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান (৪০), শ্রীরামপুর পাড়ার সুনিল চন্দ্র মহন্তের ছেলে রানা চন্দ্র মহন্ত (৩০) ও স্ত্রী মালতি রানী (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকালে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে পৌর শহরের স্যান্নালপাড়া (হাটখোলা) থেকে ছয়মাসের সাজাপ্রাপ্ত আসামি হাবিবুর রহমানকে, শ্রীরামপুর পাড়া থেকে পাঁচ মাসের সাজাপ্রাপ্ত আসামি মা এবং ছেলে রানা মহন্ত ও মালতি রানীকে গ্রেফতার করে।

আরও পড়ুন

অপরদিকে পুলিশের অপর একটি টিম উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি রোকেয়াকে গ্রেফতার করে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামিরা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত। তাদেরকে আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু কার্যালয়ে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী-ছাত্রদল, আহত ১

গুঞ্জন নয় সত্যি, বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম ইকবাল খান

আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে নুরকে

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি, বিদেশে চিকিৎসার আশ্বাস

চেয়ার-টেবিল ভেঙে রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ দিয়েছে রাবি ছাত্রদল

প্রধানমন্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করল হুতিরা