ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কলেরা স্যালাইন সরবরাহ বন্ধ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কলেরা স্যালাইন সরবরাহ বন্ধ। ছবি : দৈনিক করতোয়া

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন ধরনের রোগে ভুগছে সাধারণ মানুষ। এসব রোগের মধ্যে রয়েছে কলেরা, টাইফয়েড, ডায়রিয়া ইত্যাদি। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারিভাবে কলেরা স্যালাইনসহ বেশ কিছু ওষুধ সরবরাহ না থাকায় ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম ভেঙে পড়েছে।

প্রায় চার মাস ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র গুলোতে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় এতে তৃণমূলে বসবাসকারী অবহেলিত মানুষগুলো স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। এমনটিই আশঙ্কা করছেন সচেতন মহল।

জানা যায়, পলাশবাড়ী উপজেলার একটি প্রশাসনিক থানা এলাকায় স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা সেবার ওপর গ্রামাঞ্চলের নিম্ন আয়ের সাধারণ মানুষগুলো সুস্থ ও সবলভাবে বেচে থাকার জন্য অনেকটিই নির্ভর করে। কিন্তু সরকারি ওষুধ সরবরাহ না থাকায় বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে।

গতকাল রোববার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্র ঘুরে দেখা যায়, ডায়রিয়া এবং কলেরা জনিত রোগের চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের ওষুধ এবং স্যালাইন সরকারিভাবে সরবরাহ না থাকায় বাইরে থেকে কিনে এনে চিকিৎসা সেবা নিতে হচ্ছে রোগীদের।

আরও পড়ুন

ডায়রিয়াজনিত কারণে হাসপাতালে ভর্তি হওয়া এক রোগীর অভিভাবকের সাথে কথা বললে তিনি জানান, রোগীকে ভর্তি করানোর পরে স্যালাইন ও  ট্যাবলেট না থাকার কারণে কর্তব্যরত ডাক্তার বাইরে থেকে কেনার পরামর্শ প্রদান করেন। সেজন্য আমরা বাইরে থেকে স্যালাইন ট্যাবলেট কিনে নিয়ে এসে রোগীকে প্রদান করি। 
এ বিষয়ে কর্তব্যরত এক নার্সের সাথে কথা বললে তিনি জানায়, প্রায় চার মাস ধরে কলেরা স্যালাইন সরকারিভাবে সরবরাহ বন্ধ আছে। হাসপাতালে ওষুধ সরবরাহ কমে যাওয়ার সমস্যা প্রায়শই শোনা যায়। বিশেষ করে কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এই সংকট বেশি দেখা যায়, যেখানে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এতে করে রোগীদের চিকিৎসা পেতে সমস্যা হয় এবং অনেক সময় তাদের হতাশ হয়ে ফিরে যেতে হয়।

এমন সমস্যার সমাধান পেতে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের দায়িত্বরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জন গাইবান্ধা ও রংপুর বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) হস্তক্ষেপ কামনা করে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এতে দেশের জনস্বাস্থ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টি.এস সালাউদ্দিন বলেন, পলাশবাড়ী ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডাক্তার থাকার কথা ৪১ জন, সেখানে আমিসহ মাত্র ৩ জন ডাক্তার রয়েছে, ওয়ার্ড বয়, নার্স সংকট তার উপর ওষুধ সংকট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

নাটোরের বাগাতিপাড়ায় দুই হাজার একর ফসলি জমি তলিয়ে গেছে : বাঁধ ভাঙায় মামলা

সিরাজগঞ্জে সব ধরনের সবজির দাম বৃদ্ধি

বগুড়ার শেরপুরে তিন গ্রামের ৪শ’ পরিবারের পানিবন্দি জীবন

নওগাঁয় সাপের কামড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ‘ভয়েস অব জুলাই’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ