ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

লালমনিরহাটে তিস্তার পানি কমলেও দুর্ভোগ বেড়েছে

লালমনিরহাটে তিস্তার পানি কমলেও দুর্ভোগ বেড়েছে

লালমনিরহাট প্রতিনিধি : গত কয়েকদিন ধরে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়া তিস্তার পানি কমে এসেছে। আজ সোমবার (৪ আগস্ট) ভোর ৬টায় তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানির পরিমাণ ছিল ৫২ দশমিক ১০ মিটার। যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে। এর আগে গতকাল রোববার ভোর ৬টায় তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে উঠে যায়। পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের সবগুলো জলকপাট খোলা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবো সূত্র জানা যায়, ভারতের উজানে ভারী বর্ষণের ফলে নদীতে পানির প্রবাহ হঠাৎ বেড়ে যায়। রাতে পানি বাড়ায় লালমনিরহাটের তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ডুবে গেছে আমন ধান, সবজির মাঠ ও পুকুর। সড়কপথ যোগাযোগ বন্ধ থাকায় এখন নৌকা ও ভেলা হয়ে উঠেছে চলাচলের একমাত্র মাধ্যম।

বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ সোমবার (৪ আগস্ট) ভোর ৬টায় কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচে এবং ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে ১৩২ সেন্টিমিটার নিচে রয়েছে। এদিকে জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বেশ কিছু নতুন এলাকা প্লাবিত হয়েছে।

প্লাবিত এলাকাগুলোর মধ্যে রয়েছে পাটগ্রামের দহগ্রাম, গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান, সিঙ্গামারি, সিন্দুর্না, হলদিবাড়ী ও ডাউয়াবাড়ী, কালীগঞ্জের ভোটমারী, শৈইলমারী ও নোহালী, আদিতমারীর মহিষখোচা, গোবর্ধন, কালমাটি, বাহাদুরপাড়া ও পলাশী সদর উপজেলার ফলিমারী, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, রাজপুর, বড়বাড়ী ও গোকুন্ডা ইউনিয়ন।

আরও পড়ুন

গোবর্ধন এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, গতকাল রোববার থেকে পানি বাড়তে শুরু করে। রাতেই পানি বাড়ি ঘরে ঢুকে পড়ে। আমরা খুব কষ্টে আছি। গরু ছাগল নিয়ে বিপাকে পড়েছি। কোনো জনপ্রতিনিধি বা সরকারি লোক খোঁজও নেয়নি। আমরা কি স্থায়ী সমাধান কখনোই পাবো না?

এনিয়ে কথা হলে পাউবো লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুণীল কুমার বলেন, গতকাল রোববার তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও বর্তমানে পানি বিপৎসীমার নিচে রয়েছে। এ বিষয়ে সতর্কতা জারি রয়েছে। আগামী ২/৩ দিন এই পরিস্থিতি স্থায়ী থাকতে পারে। তবে পানি আর বাড়বে কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লী চিকিৎসকের ভুলে হাসপাতালে কাতরাচ্ছে শিশু

দেশে হার্টের রিংয়ের দাম কমালো সরকার

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক : মোর্শেদ মিল্টন

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সংবাদপত্রের অফিস ছুটি

বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেল চুরি