ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

যে ভয়ে ঘুমানোর সময় ফোন পাশে রাখেন না রোনালদো!

যে ভয়ে ঘুমানোর সময় ফোন পাশে রাখেন না রোনালদো!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বর্তমান ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্য সচেতন একজন পুর্তগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে অনুশীলন, খাবার কিংবা বিশ্রাম-সব ক্ষেত্রেই সর্বোচ্চ গুরুত্ব দেন এই ফরোয়ার্ড। তবে এবার জানা গেল তার ‘ঘুমের অভ্যাস’ ঘিরে এক চমকপ্রদ তথ্য-রোনালদো ফাইভজি প্রযুক্তিকে ভয় পান!

সৌদি ক্লাব আল-নাসরের হয়ে খেলা এই মহাতারকা রাতে ঘুমাতে যাওয়ার সময় নিজের মোবাইল ফোন বিছানার পাশে রাখেন না। এমনকি ফোনের ফাইভজি সিগন্যালও নাকি বন্ধ করে দেন। বিষয়টি প্রকাশ্যে এনেছেন তার সাবেক পর্তুগিজ সতীর্থ সেদ্রিক সোয়ারেস। ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে সেদ্রিক বলেন, ‘রোনালদো এমন সময় আছে যখন সে ফোন ব্যবহারই করে না। সে বলে এটা তার ঘুমের ওপর প্রভাব ফেলে, তাই সে ফোন ঘরের বাইরে রেখে ঘুমায়। ফাইভজি যখন এলো, তখন সে আমাকে বলেছিল, ‘সেদ্রিক, ফাইভজি ব্যবহার কোরো না, এটা ঘুমের ব্যাঘাত ঘটায়।’ আমি জানি না সে এখনো সেটা করে কি না, তবে সে সত্যিই ওই সময় সিগন্যাল ব্লক করে ঘুমাত।’

৪০ বছর বয়সেও আন্তর্জাতিক ফুটবলে খেলে চলেছেন রোনালদো। আল-নাসরের হয়ে গোল করে যাচ্ছেন, অনুশীলনে দিচ্ছেন সর্বোচ্চটা। এই বয়সেও ফিটনেস ধরে রাখার পেছনে তার ঘুমের গুরুত্ব তিনি বারবারই জানিয়েছেন। রোনালদো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাতে ফোনে সময় কাটানো নয় বরং ঘুম ও বিশ্রাম তাকে দীর্ঘ ক্যারিয়ারে সাহায্য করেছে। সে কারণেই হয়তো ফাইভজি নিয়ে অস্বস্তি থাকলেও তিনি সবদিক থেকেই সতর্ক থাকেন নিজের শরীরের প্রতি। 

আরও পড়ুন

তবে শুধু রোনালদোই নন, কোভিড-১৯ সময়কালে ফাইভ জি নিয়ে গুজব ছড়িয়েছিল বিশ্বজুড়েই। অনেকেই বিশ্বাস করতেন ফাইভজি নাকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় বা ভাইরাস ছড়াতে পারে। যদিও সেসব তথ্য বৈজ্ঞানিকভাবে ভুল প্রমাণিত হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা আসিফ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন : নাছির উদ্দিন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা

চলতি মাসেই ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

মাদক সেবনে নিষেধ করায় ব্যবসায়ীকে হাতুড়িপেটা

ঢাবির শহীদুল্লাহ হলে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ বসবাস: সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতকরণে জরুরি পদক্ষেপ দাবি

রায়েরবাজার কবরস্থানের অজ্ঞাত লাশ উত্তোলন ‘আজ নয়’