ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ সিলেটে

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ সিলেটে, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক :  শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজের পর এশিয়া কাপকে সামনে রেখে আবারও ব্যস্ততা শুরু হচ্ছে টাইগারদের। বুধবার থেকে মিরপুরে অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে লিটনরা। এরপরে ১৩ আগস্টের মধ্যে সব কোচিং স্টাফ সেই ক্যাম্পে যোগ দেবেন। তখন শুরু হবে নেদারল্যান্ডস সিরিজের প্রস্তুতি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে সিলেটের লাক্কাতুরায়।

সবকিছু ঠিক থাকলে ১৪ আগস্ট ঢাকায় পা রাখবে ডাচ বাহিনী। সে সময়ে মিরপুর থেকে লিটনদের অনুশীলন ক্যাম্প চলে যাবে সিলেটে। সেখানেই তিন টি-টোয়েন্টির প্রস্তুতি নেবে টাইগার বাহিনী। ১৯-২৫ আগস্টের মধ্যে এই ম্যাচগুলোর মধ্য দিয়ে এশিয়া কাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে বাংলাদেশ।

আরও পড়ুন

গতকাল বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘মিরপুরে বুধবার থেকে ফিটনেস ক্যাম্প শুরু হবে। এরপরে ১১-১৩ আগস্টের মধ্যে সব কোচ এসে ক্যাম্পে যোগ দেবেন। তখন স্কিলের কাজ শুরু হবে। এরপরে ক্যাম্প চলে যাবে সিলেটে। সেখানে অনুশীলন শেষে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি হবে।’ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বড় রানের উইকেট আশা করছেন বলেও জানিয়েছেন এই বিসিবি পরিচালক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস