বগুড়ার শাজাহানপুরে ভারি বর্ষণে দেওয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : ভারি বর্ষণের কারণে বসতবাড়ির মাটির দেওয়াল ধসে বগুড়ার শাজাহানপুরে কিবরিয়া (৫৩) নামে এক ব্যক্তি মারা গেছে। আজ রোববার (৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত কিবরিয়া রাজশাহী জেলার মতিহার থানাধীন নতুন বুথপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। এ ঘটনায় শাজাহানপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কিবরিয়া ফুলতলা এলাকায় জনৈক রেজাউল করিমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। বাড়িটি ছিল মাটির দেওয়ালের তৈরি। গতকাল ভোর রাত থেকে ভারি বর্ষণ শুরু হলে বসতবাড়ির মাটির দেওয়াল ধসে যায় এবং ওই ধ্বসে যাওয়া দেওয়ালের মাটির নিচে চাপা পড়েন কিবরিয়া। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনশাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, দেওয়াল ধসে মাটি চাপা পড়ে কিবরিয়া নামে এক ব্যক্তি মারা যাওয়ার ঘটনায় শাজাহানপুর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
মন্তব্য করুন