দেশের সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের কোনও বিকল্প নেই - সাবেক এমপি কাজী রফিক

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, দেশের সংস্কারের নাম করে একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর তালবাহানা করছে। কিন্তু তাদের বলতে চাই তারেক রহমান প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নই হবে দেশের সবচেয়ে বড় সংস্কার।
এর উপরে বড় কোনও সংস্কার হতে পারে না। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাবে, শ্রমিকরা ঘাম শুকানোর আগেই তাদের শ্রমের মূল্য পাবে, শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে এবং সর্বোপরি মানুষ তাদের সকল ধরনের মৌলিক অধিকার ফিরে পাবে।
নির্বাচন যত বিলম্বিত হবে, ততোই দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠনের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা আবারো ফিরে আসবে। তাই জুলাই আন্দোলনের নামে তাল বাহানা করে কখনোই নির্বাচন পেছানোর চেষ্টা করবেন না, সংস্কারের বাহানা দিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা করবেন না।
আজ শুক্রবার (১ আগস্ট) বিকেলে সারিয়াকান্দির কুতুবপুর ইউনিয়নের নিউ কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুনকুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সরোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি প্রমুখ।
একই দিনে কুতুবপুর এবং শোলারতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সেখানেও প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
মন্তব্য করুন