ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

নাটোরের বড়াল নদে ভোরের অভিযানে ১৭টি চায়না দুয়ারি রিং জাল জব্দ

নাটোরের বড়াল নদে ভোরের অভিযানে ১৭টি চায়না দুয়ারি রিং জাল জব্দ। ছবি : দৈনিক করতোয়া

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে চালানো হয়েছে ভোরের বিশেষ অভিযান। আজ শুক্রবার (১ আগস্ট) ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত জামনগর ইউনিয়নের জালালপুর ঘাট থেকে বাশবাড়িয়া ঘাট পর্যন্ত পরিচালিত অভিযানে ১৭টি চায়না দুয়ারি রিং জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। তার সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনা এসএম মাহমুদুল হাসান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস.বি. সাত্তার, পুলিশ বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের নদ-নদীতে অবৈধ মাছ ধরার যন্ত্রপাতি নির্মূল করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। চায়না দুয়ারি রিং জাল নদীর প্রাকৃতিক ভারসাম্য ও মাছের প্রজননের জন্য মারাত্মক হুমকি। তাই কাউকে ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন

বাগাতিপাড়ায় এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান বলেন, চায়না দুয়ারি রিং জাল একটি নিষিদ্ধ ও পরিবেশ বিধ্বংসী জাল, যা পানির নিচে বসিয়ে মাছের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করে।

এতে ছোট মাছ ও ডিমওয়ালা মা মাছ ধ্বংস হয়ে যায়, যা দেশীয় মাছের উৎপাদনে ভয়াবহ প্রভাব ফেলে। তাই এই জাল ব্যবহারে শাস্তিযোগ্য অপরাধের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নদী রক্ষা ও মাছের প্রাকৃতিক উৎপাদন টিকিয়ে রাখতে নিয়মিত অভিযান এবং সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩ এবং র‌্যাব-১’র যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র: তথ্য উপদেষ্টা

পাবনার সুজানগরে ইতিহাস খ্যাত এক জমিদার আজিম চৌধুরী

সিরাজগঞ্জের চৌহালীতে ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে : নৌ পরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত

একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয় : ইকবাল হাসান মাহমুদ টুকু