বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য পরিচয়
চাঁপাইনবাবগঞ্জে চাঁদা দাবি ও গহনা ছিনতাই : যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরুপনগর মহল্লার একটি বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয়ে প্রবেশ করে চাঁদা দাবি ও সোনার গহনা ছিনতাইয়ের পর স্থানীয়রা গণপিটুনি দিয়ে সোহেল রানা (২৩) নামে এক যুবককে পুলিশে দিয়েছে। তবে এ সময় সোহেলের আরও ৩ সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় যুবকদের মারধরে আহত ওই বাড়ির দুই নারীকে জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আটককৃত সোহেল শহরের নয়াগোলা মহল্লার মৃত শরিফুল ইসলামের ছেলে। এলাকাবাসী, ভুক্তভোগী পরিবারের সদস্য ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলীর বাড়িতে বাল্যবিয়ে হচ্ছে অভিযোগে প্রবেশ করে ৪ যুবক।
বাড়িতে প্রবেশ করেই চাঁদা দাবি করে ও বাড়ির নারীদের মারধর করে দু’জনের গলায় থাকা দু’টি সোনার চেইন ছিনিয়ে নেয়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এসে সোহেলকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার ও আটক করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুনঅবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত বলেন, আজ শুক্রবার (১ আগস্ট) তার মেয়েকে বিয়ের জন্য ছেলে পক্ষ দেখতে আসার কথা। যুবকরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে বাল্যবিয়ের কথা বলায় তার সন্দেহ হয়। ওই যুবকরা নিজেদের এলাকার ছেলে দাবি করে বিয়ের জন্য টাকা দিতে হবে বলেও জানায়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে বাল্যবিয়ে প্রতিরোধের কথা বলে বাড়িতে ঢুকে চাঁদা দাবি ও ছিনতাইয়ের ঘটনায় এজহার পাওয়া গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।
মন্তব্য করুন