বগুড়ার সান্তাহারে ট্রেনে স্কুলব্যাগে মিললো ১০ কেজি গাঁজা, তিন নারী ধরা

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে দাঁড়ানো একটি ট্রেনের বগির মধ্যে দুইটি স্কুলব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ তিন নারী ট্রেন যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১ টায় কুড়িগ্রাম এক্সপ্রেস আন্ত:নগর ট্রেন উপজেলার সান্তাহার জংশন স্টেশনের তিন নম্বর প্লাটফরমে দাঁড়ানোর পর তাদের গ্রেফতার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরর পর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনের বগির ৫৭, ৫৮, ৫৯ সিটে ওই তিন নারী ট্রেন যাত্রী ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু তারা রংপুর থেকে নাটোর স্টেশন পর্যন্ত টিকিট পেয়েছিলেন। বৈধ যাত্রী সেজে আসন দখলে নিয়ে দুইটি স্কুলব্যাগে ১০ কেজি গাঁজা বহন করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সান্তাহার স্টেশনে তিন নম্বর প্লাটফরমে দাঁড়ানো ওই ট্রেনে অভিযান পরিচালনা করলে উল্লেখিত পরিমান গাঁজাসহ ওই তিন নারী মাদক কারবারি যাত্রীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো- কুড়িগ্রাম সদরের নতুন রেলস্টেশন এলাকার মৃত আবুল কাশেমের মেয়ে কলি বেগম (২৭), শরিয়তপুরের গোসাইরহাটের মাছুয়াখালী গ্রামের রুনু মাতব্বরের মেয়ে লামিয়া (২১) ও কুড়িগ্রামের ফুলবাড়ির কাশিপুর কলেজ মোড়ের রশিদ মিয়ার মেয়ে মিম আক্তার (১৯)।
আরও পড়ুনসান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃতরা কৌশলী মাদক কারবারী। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। মামলা দায়েরর পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন