ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

ভুয়া র‍্যাবকে ধাওয়া দিল আসল র‍্যাব, দুই পক্ষকেই একসঙ্গে পিটিয়েছে জনতা!

ভুয়া র‍্যাবকে ধাওয়া দিল আসল র‍্যাব, দুই পক্ষকেই একসঙ্গে পিটিয়েছে জনতা!

ফরিদপুরের নগরকান্দায় প্রকৃত র‍্যাব সদস্য ও ভুয়া র‍্যাব পরিচয়দানকারীদের একত্রে আটকে মারধর করেছে জনতা। এ ঘটনায় তাদের ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

গতকাল সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চর যশোরদী ইউনিয়নের জয়বাংলার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মাইক্রোবাস দ্রুতগতিতে জয়বাংলা মোড় অতিক্রম করছিল। এর মধ্যে একটি গাড়ি থেকে বারবার বাঁশি বাজানোর শব্দ শুনে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা মহাসড়কে ব্যারিকেড দিয়ে প্রথম মাইক্রোবাসটি থামায়। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিলেও কারও গায়ে র‍্যাবের পোশাক ছিল না। এতে সন্দেহ বেড়ে যায়। ভুয়া র‍্যাব পরিচয়দানকারীরা গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে জনতা তাদের ধাওয়া দিয়ে ঘিরে ফেলে এবং মারধর করে।

এ সময় পেছন থেকে ধাওয়া করে আসা প্রকৃত র‍্যাব সদস্যদের বহনকারী আরেকটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছায়। তবে তারা সবাই সাদা পোশাকে ছিলেন। তারা ভুয়া র‌্যাব পরিচয়দানকারীদের জনতার কাছ থেকে সরিয়ে আটক করতে গেলে তাদেরও জনতার রোষানলে পড়তে হয়।

ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রকৃত র‌্যাব ও ভুয়া র‌্যাব পরিচয়দানকারীদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

জনতার হাতে আটক হওয়া ভুয়া র‌্যাব সদস্যরা হলেন- শরীয়তপুর জাজিরার মোহাম্মদ সুমন (৪৯), চাঁদপুর সদরের মোহাম্মদ মিন্টু (৪৫), গাইবান্ধা সুন্দরগঞ্জের সাইফুল (৩৪), মাদারীপুরের কালকিনির মোহাম্মদ জামিল (৩২), ফরিদপুরের আলফাডাঙ্গার মোহাম্মদ দিদার (৩৬)।

নগরকান্দা থানার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) আমীরুল ইসলাম বলেন, জনতার হাত থেকে র‌্যাব ও ভুয়া র‌্যাব সদস্যদের উদ্ধার করে থানায় আনা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে ভুয়া ও আহত র‌্যাব সদস্যদের নিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার উদ্দেশ্যে রওনা হন।

র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম বলেন, র‌্যাব-১০-এর হেডকোয়ার্টার থেকে একটি টিম ডাকাতদলকে ধাওয়া করছিল। স্থানীয় লোকজন ভুল বুঝে র‌্যাব ও ভুয়া র‌্যাব সদস্যদের একসঙ্গে পিটিয়েছে। র‌্যাব সদস্যরা সাদা পোশাকে থাকায় এ বিভ্রান্তি সৃষ্টি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেক হত্যার দায়ে বগুড়ায় দুইজনের যাবজ্জীবন

পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়াই ওয়ার্ড বয়ের অপারেশন, নার্সিং হোম সিলগালা

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মতিন শোন এ্যারেস্ট

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার