নাটোরে ট্রাক দুর্ঘটনায় হেলপার নিহত, চালক আহত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে রডভর্তি দ্রুতগামী অপর ট্রাকের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু সাঈদ (১৮)। তিনি রাজশাহীর কাশিয়াডাঙা থানার উত্তর বালিয়া গ্রামের এনামুল ড্রাইভারের ছেলে। গুরুতর আহত হয়েছেন একই এলাকার টিটু ড্রাইভারের ছেলে নাসিম হোসেন (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডভর্তি ট্রাকের হেলপার আবু সাঈদ নিজেই ট্রাকটি চালাচ্ছিলেন। পাশে বসে ছিলেন ড্রাইভার। কাছিকাটা টোলপ্লাজার পূর্বপাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে দ্রুতগতিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আহত হন পাশে থাকা চালক নাসিম হোসেন। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে কেউ না থাকায় তাতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন