ভিডিও সোমবার, ২৮ জুলাই ২০২৫

রংপুরের মিঠাপুকুরে অস্বস্তিকর গরমে বেড়েছে হাত পাখার কদর

রংপুরের মিঠাপুকুরে অস্বস্তিকর গরমে বেড়েছে হাত পাখার কদর

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে বেড়েছে হাতপাখার কদর। বিদ্যুতের লোডশেডিংয়ে অস্বস্তিকর গরম থেকে রেহাই পেতে লোকজন হাত পাখা ব্যবহার করছেন। জানা যায়, গত এক সপ্তাহ ধরে লোডশেডিং বেড়েছে। বিশেষ করে রাতে ঘন ঘন লোডশেডিং হওয়ায় অসহনীয় গরমে নাজেহাল হয়ে পড়ে জনজীবন।

সদরের বাসিন্দা ঝরনা রানী বলেন, বর্ষাকালে এরকম গরম এরআগে হয়েছে বলে মনে পড়ে না। গরমের সাথে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের লোডশেডিং। এ অবস্থায় হাত পাখার উপর নির্ভর করতে হচ্ছে। আইনুল কবির নামে আরেকজন জানান, এক ঘন্টা পর পর লোডশেডিংয়ে ঘুম হয় না। আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হচ্ছে না। বাতাস না থাকায় ভ্যাপসা গরমে একটু স্বস্তি পেতে হাতপাখা ব্যবহার করতে হচ্ছে।

উপজেলায় হাতপাখার কদর বেড়ে যাওয়ায় বগুড়া জেলা থেকে এখানে হাতপাখা বিক্রি করতে আসেন মোকলেছার রহমান নামে একজন তালপাখার ফেরিওয়ালা। তিনি জানান, বাপ-দাদারা এসব হাতপাখা তৈরি করতেন। এসব হাতপাখা বিভিন্ন হাট বাজার ও মেলাতে বিক্রি করা হত।

আরও পড়ুন

বাপ-দাদার হাত ধরেই এ ব্যবসায় জড়িয়েছেন তিনি। তার কাছে ২০ থেকে ৬০ টাকা দামের তাল পাতা দিয়ে তৈরি হাত পাখা পাওয়া রয়েছে। উপজেলা সদর বাজারের চাল বিক্রেতা বালা মিয়া জানান, মানুষের চাহিদা থাকায় হাতপাখা সংগ্রহ করে তিনিও বিক্রি করছেন।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নুরুল ইসলাম লালন জানান, তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক সমস্যা হয়েছিল। বর্তমানে লোডশেডিং কমেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপেড় ছোবলে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ৮শ’ পিস ট্যাপেন্টাডলস ১ গ্রেফতার

বগুড়া নন্দীগ্রামে সংবাদিকদের সাথে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় সভা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় ৮১০টি চায়নিজ ফোল্ডিং চাকু উদ্ধার, দোকানে দোকানে অভিযান