ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

ছোট পর্দায় ফিরছেন ইধিকা পাল

অভিনেত্রী ইধিকা পাল

বিনোদন ডেস্কঃ ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে দুই বাংলায় জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী ইধিকা পালের শুরুটা হয়েছিল পশ্চিমবঙ্গের সিরিয়ালের মাধ্যমে। নতুন খবর হচ্ছে, ফের ছোট পর্দায় দেখা যাবে তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এবার মহালয়া সিরিয়ালে দুর্গারূপে দেখা যাবে ইধিকাকে। এরইমধ্যে প্রস্তাব গেছে অভিনেত্রীর কাছে। অভিনেত্রী রাজিও হয়েছেন। শিগগিরই নতুন চেহারায় সামনে আসছেন অভিনেত্রী।

জানা গেছে, ইধিকা যেমন দুর্গারূপে থাকবেন, তেমনই দেবীর অন্যান্য রূপে দেখা যাবে জি বাংলার নায়িকাদের। তাদের মধ্যে অন্যতম দিতিপ্রিয়া রায়, অন্বেষা হাজরা, মোহনা মাইতি, ঈশানী চট্টোপাধ্যায় ও দিব্যানী মণ্ডল। এছাড়াও থাকবেন জি বাংলার আরও নায়িকারা।

বাংলাদেশে ‘প্রিয়তমা’ দিয়ে বড় পর্দায় ইনিংস শুরু করেন ইধিকা। এরপর তাঁকে দেখা যায় দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায়। সেখানেও পান সফলতা। তবে ইধিকার ভাগ্য রাতারাতি বদলে দেয় ‘খাদান’। দেবের সঙ্গে ইধিকার জুটি বর্তমানে সুপারডুপার হিট। এমনকি, দেবের পরের দুটো কাজ, ‘রঘু ডাকাত’ আর ‘প্রজাপতি ২’-তে তিনিই নায়িকা।

আরও পড়ুন

গেল রোজার ঈদে বরবাদ দিয়ে ফের স্ক্রিন শেয়ার করেন শাকিবের সঙ্গে। এখানেও মেলে আশাতীত সাফল্য। আগামীতে অভিনেত্রীকে দেখা যাবে সোহম চক্রবর্তীর বিপরীতে থ্রিলার ঘরানার ‘বহুরূপ’ ছবিতে।

প্রসঙ্গত, ইধিকার আসল নাম টুম্পা। যদিও বিনোদন জগতে পা রাখার আগেই বদলে ফেলেন নাম। ইধিকা তাঁর অভিনয় জীবন শুরু করেন ২০১৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘আরব্য রজনী’ দিয়ে। এরপর তিনি ‘কপালকুণ্ডলা’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘রিমলি’ এবং ‘পিলু’ ধারাবাহিকে কাজ করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিভো ওয়াই৪০০-এর প্রোডাক্ট অ্যাম্বাসেডর হলেন ইমরানুর রহমান

আদালত চত্বরে হাতুড়ি দিয়ে সাক্ষীর কপাল ফাটিয়ে দিলেন আসামিরা

মসজিদ ও আরবি ভাষা ইনস্টিটিউট নির্মাণে ২০ মিলিয়ন ডলার বরাদ্দ সৌদির

দিনাজপুরের বিরামপুরে ১২ মামলার আসামি ডাকাত কামাল গ্রেফতার

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে কমিশন গঠন

বিষমুক্ত সবজির চাষ করছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক