ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

বয়স বাড়া নিয়ে ভীত নয়, বরং গর্বিত হওয়া উচিত : কাজল

বয়স বাড়া নিয়ে ভীত নয়, বরং গর্বিত হওয়া উচিত : কাজল, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কাজল মনে করেন, নিজের চেহারায় পরিবর্তন আনা একান্তই ব্যক্তিগত বিষয়-এ নিয়ে নেতিবাচক মন্তব্য করা বা আলোচনার কিছু নেই। 

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘সরজমিন’-এর প্রচারে এসে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। পৃথ্বীরাজ সুকুমারন পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানও। সাক্ষাৎকারে তাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য সার্জারি, ফিলার বা বোটক্স নিয়ে প্রশ্ন করা হলে কাজল স্পষ্ট ভাষায় বলেন, ‘যে যেভাবে নিজেকে দেখতে ভালোবাসেন, তিনি যদি এতে আত্মবিশ্বাসী থাকেন, তবে পরিবর্তন আনতেই পারেন। এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। চেহারায় ছুরি-কাঁচির ব্যবহার আজকাল খুব সাধারণ। এতে লজ্জার কিছু নেই।’ তার মতে, ‘শুধু মেয়েরা নয়, পুরুষরাও আজকাল নিজের চেহারায় কাটাছেঁড়া করান। কিন্তু আলোচনায় আসে কেবল মেয়েদের নিয়েই। এটা পক্ষপাতমূলক।’

তারকা হোন বা সাধারণ মানুষ-নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা স্বাভাবিক বলেই মনে করেন এই অভিনেত্রী। ‘এটা নিয়ে কটাক্ষ করা একেবারেই অনর্থক’ বলেন তিনি। এসময় বয়স নিয়েও নিজের মতামত জানান কাজল। বলেন, ‘প্রকৃতির নিয়মে বয়স বাড়ে। সেটাকে ভয় না পেয়ে উপভোগ করতে শিখতে হবে। অনেকেই কম বয়সে পৃথিবী ছেড়ে চলে যান, তারা জীবনকে পুরোটা উপভোগ করতে পারেন না-এই চিন্তাটাই আমাকে বেশি ভাবায়। তাই বয়স বাড়া নিয়ে ভীত নয়, বরং গর্বিত হওয়া উচিত।’

আরও পড়ুন

অভিনয় জগতে দুই দশকের বেশি সময় কাটানো কাজল নিজেও সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন, শিখেছেন, এবং বয়সকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন। তার বক্তব্য, জীবনের প্রতিটি বয়সের একটা সৌন্দর্য আছে-তাকে গ্রহণ করতে জানতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মান্দায় ট্রাক দুর্ঘটনায় হেলপার নিহত

বৈষম্যবিরোধী নেতা রিয়াদসহ ৪ জনের ৭ দিনের রিমান্ড

আম দিয়ে বানাতে পারেন মজার তিরামিসু

দিনাজপুরের বোচাগঞ্জে নীলা রানীর উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় ৪ বাড়িতে হামলা ও লুটপাট

বগুড়ার শেরপুরে দুর্ধর্ষ ডাকাতি