রংপুরের গঙ্গাচড়ায় মহানবী (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির অভিযোগে রঞ্জন রায় (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রঞ্জন ওই গ্রামের সুজন চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জন রায় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে একাধিকবার কটূক্তিমূলক ও আপত্তিকর মন্তব্য পোস্ট করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আরও পড়ুনএ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অভিযুক্তকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন