ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

পুকুরে জাল ফেলে তোলা হলো দুই ভাইয়ের লাশ

পুকুরে জাল ফেলে তোলা হলো দুই ভাইয়ের লাশ, ছবি: দৈনিক করতোয়া।

মফস্বল ডেস্ক : বাড়ির উঠানে খেলা করছিল দুই শিশু। পরিবারের সদস্যরা তাদের খোঁজ না পেয়ে পুকুরে জাল ফেলের সিদ্ধান্ত নেন। এসময় জালে উঠে আসে দুই শিশুর অচেতন দেহ। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা সম্পর্কে চাচাতো ভাই।

আজ রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রবিউল লালের বাড়িতে। নিহত দুই শিশু হলো ওই এলাকার মো. আবু সুফিয়ানের ছেলে মো. ইব্রাহীম (৪) ও মো. শরীফের ছেলে নাদিম হোসেন (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই। স্বজনদের ধারণা, খেলার একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই দুই শিশুর। পুকুর থেকে উদ্ধারের পর ইব্রাহীম ও নাদিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাহাদাত হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

ইব্রাহীম ও নাদিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের এক উপ-পরিদর্শককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে:নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জে যানজট নিরসনে ডিসির সঙ্গে ৪২ সংগঠনের বৈঠক

বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বগুড়া সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত