ডিজিটাল অন্তর্ভুক্তি ও সামাজিক উন্নয়নে রবি-বিআইআইডি ফাউন্ডেশনের সমঝোতা স্মারক

দেশের ডিজিটাল অন্তর্ভুক্তি ও সামাজিক উন্নয়নকে এগিয়ে নিতে রবি আজিয়াটা পিএলসি এবং বিআইআইডি ফাউন্ডেশন একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীতে রবি কর্পোরেট অফিসে এ চুক্তিটি স্বাক্ষর করেন বিআইআইডি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহীদ উদ্দিন আকবর এবং রবি'র চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার, সাহেদ আলম ।
এ সময় রবি'র কর্পোরেট অ্যাফেয়ার্স ও সাস্টেইনেবিলিটি বিভাগের পরিচালক, শরীফ শাহ জামাল রাজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে একটি কৌশলগত অংশীদারত্বের যাত্রা শুরু হলো। যার লক্ষ্য হলো উদ্ভাবনকে উৎসাহিত করা, ডিজিটাল বৈষম্য দূর করা এবং পুষ্টি, সুস্থ জীবনধারা, আইসিটি শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং যুব ক্ষমতায়নের মতো ক্ষেত্রে কার্যকর ডিজিটাল সল্যুশন তৈরি করা।
বিআইআইডি ফাউন্ডেশনের সিইও শহীদ উদ্দিন আকবর বলেন, “এই অংশীদারত্ব আমাদের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। বিআইআইডির মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং রবির শক্তিশালী ডিজিটাল অবকাঠামো ও বিস্তৃত নেটওয়ার্ক একত্রিত হয়ে পুষ্টি, ডিজিটাল দক্ষতা এবং যুব ক্ষমতায়নের ক্ষেত্রে বাস্তব পরিবর্তন আনতে সহায়তা করবে, যা বিশেষভাবে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।"
আরও পড়ুনরবি’র ডিজিটাল সক্ষমতা এবং দায়িত্বশীল ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা তুলে ধরে সাহেদ আলম বলেন, “প্রযুক্তির মাধ্যমে মানুষ ও সমাজকে ক্ষমতায়িত করতে বিআইআইডি ফাউন্ডেশনের সাথে একযোগে কাজ করার সুযোগ পেয়ে আমরা গর্বিত। আমাদের উভয়ের লক্ষ্য হলো একটি স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা।”
এই পার্টনারশিপের আওতায় পুষ্টি বিষয়ক ডিজিটাল সমাধান , স্বাস্থ্য ও পরিবেশ খাতে যুব সম্পৃক্ততা বাড়ানো, তরুণ ও গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে ডিজিটাল শিক্ষা ছড়িয়ে দেয়া, উদ্যোক্তা-সম্পর্কিত সুবিধা ও ডিজিটাল সল্যুশন গ্রহণের সুযোগ প্রসারিত করা এবং নির্ভয়া, ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কমিউনিটি-কেন্দ্রিক উদ্যোগ বাস্তবায়ন। এই সমঝোতা স্মারকের মাধ্যমে জাতীয় উন্নয়নে আন্তঃখাত সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করলো বিআইআইডি ফাউন্ডেশন ও রবি আজিয়াটা পিএলসি ।
মন্তব্য করুন